সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের বাড়ল মুরগির মাংসের দাম ( Chicken Price )। কিছুদিন ২০০-র ঘরে ঘোরাফেরা করলেও, আবার তা বাড়তে বাড়তে ২২০-২৩০ টাকায় পৌঁছেছে। গোটা মুরগি পাইকারি বাজারে আজ ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।
সামনেই বড়দিন, ইংরেজি নতুন বছর, সব মিলিয়ে উৎসবের মরসুমে এখনই দাম কমছে না মুরগির মাংসের। আগামী একটা মাস মুরগির মাংসের দাম চড়া থাকবে বলে আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতারা।
আরও পড়ুন :
ফের দেশে একদিনে শতাধিক করোনা আক্রান্ত, ভাবাচ্ছে প্রতিবেশী দেশে 'মৃত্যুমিছিল'
গত নভেম্বরে ৫০ পয়সা বাড়ল ডিমের দাম। কলকাতার সব বাজারেই প্রতি পিস ডিমের খুচরো দাম ৭ টাকা হয়েছে। দেশি মুরগি বা হাঁসের ডিমের দাম আরও বেশি। সামনে উত্সবের মরসুম। এখনই ডিমের দাম কমার সম্ভাবনা নেই।
এর আগে নভেম্বরের মাঝামাঝি, মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নর বৈঠকে হিমঘর থেকে সমস্ত আলু বের করে দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুরগির মাংস ও সবজির অতিরিক্ত দাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত শীতে সবজির দাম কমে,
কিন্তু, এবার এখনও পর্যন্ত ঠান্ডার আমেজ বাড়লেও, সেভাবে আলুর দাম কমতে দেখা যাচ্ছে না । ১৫ ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পেট্রোল সেঞ্চুরি করেছে অনেক আগেই । ডিজেলও সেই ১০০-র ধারেকাছে ঘুরে বেড়াচ্ছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে সবজির দামেও। মুখ্যমন্ত্রীও প্রশ্ন তোলেন, ' চিকেনের দাম এত কেন? লোকে খাবে কী? ১৮৫ টাকা হল কেন মাংসের দাম?. একটা বাঁধাকপির দাম কেন ৪০ থেকে ৫০ টাকা নেওয়া হচ্ছে? এত টাকা দিয়ে সব্জি কেন বিক্রি হচ্ছে? '