নয়াদিল্লি : দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা ভাবাচ্ছে চিকিৎসকদের। আশঙ্কা, আবার কি কোনও ঢেউ আছড়ে পড়বে এদেশে ? স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন।
- দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৮৭।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৬৭ জনের।
মঙ্গলবার পরিসংখ্যাটা ছিল এরকম -
আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন।
মঙ্গলবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৮৭।
মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৬৭ জনের।
সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক
তিন বছর আগে, যে চিন থেকে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। হয়েছে মৃত্য়ুও। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য়সচিবের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ভাইরাসের চরিত্র বুঝতে জোর দিতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। করোনার কোনও নতুন প্রজাতি এসেছে কিনা, তা খুঁজে বার করতে হবে। বুধবার সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক।
আবার হু হু করে ভাইরাসের সংক্রমণ
'COVID-19 বিধিনিষেধ শিথিল করার পরেই আবার হু হু করে ভাইরাসের সংক্রমণ। বিপদের মুখে চিন । করোনভাইরাস কেস বাড়ছে ব্যাপক হারে। ভয়ঙ্কর সঙ্কটের সম্মুখীন চিন। সে-দেশে হাসপাতালগুলির বেড এক্কেবারে ভর্তি। এই কথা জানিয়েছেন এরিক ফেইগল-ডিং নামে এক একজন মহামারী বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অর্থনীতিবিদ (Eric Feigl-Ding, an epidemiologist and health economist) জানিয়েছেন।
পতঙ্গ বিশেষজ্ঞ মনে করেছেন যে চিনের ৬0 শতাংশেরও বেশি এবং পৃথিবীর জনসংখ্যার ১0 শতাংশ আগামী ৯0 দিনের মধ্যে সংক্রমিত হতে পারেন করোনায়। এবং তার প্রকোপও হবে বাড়াবাড়ি রকমের। মৃত্যুর আশঙ্কা বাড়বে। তাঁর অনুমান ফের কোভিড কাড়তে পারে লক্ষ লক্ষ প্রাণ।