কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।


শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা রয়েছে। বকেয়া DA-আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। 


জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মীরা: শহিদ মিনারে দুপুর ২টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। টিএমসিপি-র সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী, সমর্থকরা। শিয়ালদা স্টেশনের কাছেই মঞ্চ বাঁধা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী ও টিএমসিপি সদস্যরা ট্রেন থেকে নামার পর, এখানে জড়ো হচ্ছেন। বেলার দিকে মিছিল করে শহিদ মিনারের দিকে রওনা দেবেন তাঁরা। সাগরের কচুবেড়িয়া থেকে ভেসেলে চড়ে কাকদ্বীপের উদ্দেশে রওনা দেন সাগর কলেজের টিএমসিপি সদস্যরা। সেখান বাসে করে কলকাতা যাবেন তাঁরা। শহিদ মিনারে অভিষেকের সভায় যোগ দিতে কাঁথি প্রভাতকুমার কলেজ, দেশপ্রাণ মহাবিদ্যালয়-সহ বেশ কয়েকটি ব্লক ও কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা ট্রেনে চড়ে কলকাতায় রওনা দেন। 


অবস্থানে বঙ্গ বিজেপিও: কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো  স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই অবস্থান বসবেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা। 


অন্যদিকে যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগেও সরব হবেন বাম নেতৃত্ব। বামেদের মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়ে মল্লিকবাজার, জোড়া গির্জা হয়ে পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে শেষ হবে।