অর্ণব মুখোপাধ্যায়,  কলকাতা : টাকার টোপ দিয়ে ফোন হ্যাক করে ব্ল্যাকমেল ( Blackmail ) করার অভিযোগ। ২০ লক্ষ টাকা না দিলে বিকৃত পর্ন (Pornography) ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ চেতলার এক মহিলার। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।


ফোনে আসা অজানা লিঙ্কে ক্লিক কত বিপজ্জনক হতে পারে, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতার (Kolkata) চেতলার এই পরিবার। পরিবার সূত্রে খবর, গত ৯ জুন মায়ের মোবাইলে অনলাইন গেম (online game)  খেলছিল ছোট্ট মেয়ে। আর তাতেই ঘটে গিয়েছে বিপত্তি। সেখানেই ফাঁদ পেতেছিল হ্যাকাররা। 

আরও পড়ুন :


Lactose Intolerance : বাচ্চার দুধ সহ্য না হলে কী করবেন


তারপরই হোয়াটসঅ্যাপে (Whatsapp) একটি লিঙ্ক পান তিনি। আর সেই লিঙ্কে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১১ হাজার টাকা জমা পড়ে! সংশ্লিষ্ট ব্যাঙ্কে জিজ্ঞাসাবাদ করলে ওই লিঙ্কের মাধ্যমেই টাকা ফেরত দিতে বলা হয়। মহিলার দাবি, টাকা ফেরত দিতে গেলে বলা হয়, ওই টাকা ধার হিসেবে দেওয়া হয়েছে। 


বাচ্চা মেয়ে অনলাইনে গেম (online game) খেলতে গিয়ে, কোথাও ভুল করে কিছু ক্লিক করে ফেলেছে। মহিলার দাবি, এই আশঙ্কায় ওই লিঙ্কের মাধ্যমে পুরো টাকাই মিটিয়ে দেন তাঁরা। অভিযোগ, টাকা মিটিয়ে দেওয়ার পরের দিন দুপুরে মহিলার হোয়াটসঅ্যাপ নম্বরে তাঁর ৪টি বিকৃত পর্ন (pornography)  ছবি পাঠানো হয়। আর তারপর থেকেই একাধিক নম্বর থেকে আসতে থাকে হুমকি। 


২০ লক্ষ টাকা না দিলে মহিলার বিকৃত পর্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিবারের অভিযোগ, একের পর এক ফোন নম্বর থেকে অশ্লীল মন্তব্য করে কখনও এমনি কলে, কখনও হোয়াটসঅ্যাপ কলে হুমকি এসেই চলেছে। আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতি। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের নানা মহলে অভিযোগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন তাঁরা।