সুদীপ্ত আচার্য, কলকাতা: সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন! ঠাকুরপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনায় আটক করা হয়েছে এক নাবালক ও এক নাবালিকাকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের অপরাধ কবুল করেছে আটক ২ জন। 


সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় নাবালকের সঙ্গে পরিচয় হয় নাবালিকার। দুজনের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল নাবালিকার পরিবারের, পুলিশ সূত্রে খবর। সম্পর্কে আপত্তি থাকাতেই নাবালিকার মাকে খুনের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার ঘুমন্ত মাকে শ্বাসরোধ করে খুন করে নাবালিকা ও তাঁর নাবালক প্রেমিক। খুনের কথা নাবালিকার বাবা জেনে ফেলায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাবার থেকে বারবার টাকার দাবি করে নাবালিকা, পুলিশ সূত্রে খবর। সোমবার নাবালক, নাবালিকা ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ।


৬ জুনের ঘটনা এটি। সূত্রের খবর, কলকাতায় নাবালিকার সঙ্গে উত্তর ২৪ পরগনার ওই  নাবালকের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে ঘনিষ্ঠতা তারপর প্রেমের সম্পর্ক। কিন্তু নাবালিকার বাড়িতে এই সম্পর্ক মেনে নেয়নি। বাড়ি তে ঝামেলা শুরু হয়। তারপরেই কাঁটা সরাতে খুনের ছক কষে নাবালক ও নাবালিকা। পূর্ব পরিকল্পনা মতো ৬ জুন রাতে কলকাতায় নাবালিকার বাড়িতে আসে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই নাবালক। রাতে পাঁচিলে টপকে ওই বাড়িতে ঢোকে সে। নাবালিকা সেই সময় বাড়ির দরজা খুলে দেয়। তারপরে ঘর দেখিয়ে দেয় নাবালিকা। যেখানে তাঁর বাবা ও মা ঘুমোচ্ছিলেন। সেই সময় বিছানাতেই শ্বাসরোধ করে মাকে খুন করে ওই নাবালিকা এবং নাবালক। পাশেই শুয়েছিলেন নাবালিকার বাবা। ঘটনার সময় তাঁর ঘুম ভেঙে যায়। অভিযোগ, তাঁকে ভয় দেখানো হয়, ধাক্কা মেরে পাশের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে মুখ খোলা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। 


সূত্রের খবর, পরদিন ওই ব্যক্তি প্রতিবেশীদের জানান হঠাৎ করেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে ডেথ সার্টিফিকেট জোগাড় করা হয়। তারপর অন্ত্যেষ্টি হয়ে যায়। এরপরে এক প্রতিবেশীর সামনে সব ঘটনা খুলে বলেন তিনি। তারপরেই নাবালককে ডেকে নিয়ে আসা হয়। পুলিশর হাতে তুলে দেওয়া হয়। নাবালক ও নাবালিকা দুজনকেই আটক করা হয়েছে। যেহেতু নাবালিকার বাবা মৃত্য়ুর শংসাপত্র জোগাড় করেছিলেন তাই তাঁকেও আটক করা হয়েছে।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?