ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঘরের দরজা বন্ধ করে গিটার বাজাচ্ছিল, শুনছিল গান। কিন্তু সেই দরজা আর খুলল না। বন্ধ ঘর থেকে উদ্ধার হল ওই ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার (Regent Park Police station) বাবুরাম ঘোষ রোড এলাকায়। মৃত ছাত্র টালিগঞ্জের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্র ছিল।


ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার কথা ছিল ওই ছাত্রের। তার আগে ঘরের দরজা বন্ধ করে গিটার বাজাচ্ছিল। কম্পিউটারে চলছিল গান। বেশ কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু হলেও কোনও সাড়াশব্দ মেলেনি। পাশের ঘর দিয়ে ঢুকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ।


পুলিশ জানতে পেরেছে, গানবাজনা ভালবাসত ওই ছাত্র। পড়াশোনাতেও ছিল মেধাবি। পরিবারের দাবি, বাড়িতে বা স্কুলে কোনও সমস্যা ছিল না তার। তারপরেও কেন এই ঘটনা? পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট (Suicide note) উদ্ধার হয়নি।


অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, গানবাজনা করলেও কোনওভাবে ডিপ্রেসনে ভুগছিল ছাত্রটি। সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে। 


কোন্নগরে উদ্ধার মৃতদেহ


এদিকে, কয়েকদিন আগেই হুগলির কোন্নগরে রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, সুদীপ বসু নামে ওই ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। ভাড়াটে মানসিক চাপ দিত, সেই চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী বলে দাবি মৃতের পরিবারের।


মৃতের পরিবারের দাবি, তাঁদের বাড়িতে তিন বছর ধরে এক ভাড়াটে থাকেন। এ বছরের ফেব্রুয়ারিতে চুক্তি শেষ হয়ে গেলেও, বাড়ি ছাড়েননি তিনি। ১০ মাসের ভাড়াও দেননি। ভাড়া চাইলে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হত বলে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। এই ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।