কলকাতা: কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে অবস্থানে বসেছেন SFI সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু।
দাবি এক, ছাত্র ভোট করতে হবে! কলকাতা মেডিক্যাল কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি, কলেজে কলেজে ছাত্র-সংসদ নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী।
এর পরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, মঙ্গলবার, বিকেল থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানে বসেছেন SFI-এর সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন।
এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, তাঁদের দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে, ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। এই অবস্থায়, ছাত্র-ভোটের দাবিতে, বৃহস্পতিবার মিছিল হবে যাদবপুরে।
গত ডিসেম্বর ছাত্রভোটের দাবিতে এবার উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনে এসে SFI ও ফেটসুর সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন আচার্য সিভি আনন্দ বোস। ছাত্রভোট চেয়ে চলল স্লোগান। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানালেন রাজ্যপাল।
কলকাতা মেডিক্যালের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রভোটের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস!উঠল মুহুর্মুহু স্লোগান! শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে, পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন, আচার্য সিভি আনন্দ বোস! রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং বেরনোর সময় টানা বিক্ষোভ দেখান SFI ও ফেটসুর সদস্যরা!