অনির্বাণ বিশ্বাস, কলকাতা : পুজোর (Durga Puja 2023) মুখে কলকাতাতেও ডেঙ্গিতে আক্রান্তের (Dengue Scare) সংখ্যা বাড়ছে। কড়া হাতে ডেঙ্গি মোকাবিলায় পথে নামলেন কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডেপুটি মেয়র অতীন ঘোষ। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর।


এদিন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান ডেপুটি মেয়র। তাঁর অভিযোগ, রেলকে বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি। গোটা এলাকাজুড়ে ঝোপঝাড় থেকে জমা জলে গোটা এলাকা হয়ে উঠেছে ডেঙ্গির আঁতুড়ঘর। এলাকায় এডিস মশার লার্ভা সহ জলের নমুনা রেলের কর্মী-অফিসারদের সামনে নিজেই তুলে ধরেছিলেন কেএমসি-র ডেপুটি মেয়র। যার পরে  ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই কামারডাঙা রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে। 


ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে একদিকে যেখানে পুরসভার অভিযোগের মুখে রেল কর্তৃপক্ষ। তেমনই গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রংও। এলাকার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের বক্তব্য, এখানকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। আমি গতবছরেও গোটা ঘটনা জানিয়ে চিঠি দিয়েছিলাম। এবারেও দিয়েছি।


এমনিতেই ক্রমশ ঘোরাল হচ্ছে কলকাতা সহ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। উদ্বেগ বাড়িয়ে তুলেছে ম্যালেরিয়ার বাড়বাড়ন্তও।। ইতিমধ্যে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। পরিস্থিতি সামলাতে আরও তৎপর হতেই বার্তা দেওয়া হয়েছে। কোথাও কোনও অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে তা দ্রুত পরিষ্কার করার বিষয়েও জোর দিতে বলা হয়েছে।


ডেঙ্গি নিয়ে এমনিতেই স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট, রাজ্যে ৫ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুনে আক্রান্ত ৬২৪, জুলাইয়ে আক্রান্ত ৩ হাজার ৭৭৮। অগাস্টে ডেঙ্গি আক্রান্ত ১৫ হাজার ৬৭২।কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ২৭০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। 


প্রসঙ্গত, ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই জানা গিয়েছে অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন, নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ।


 


আরও পড়ুন- শক্তি বাড়াল নিম্নচাপ, বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial