সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বৃহস্পতিবার মর্নিং ওয়াকে গিয়ে স্বমেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  করোনা ভ্যাকসিন থেকে বিশ্বভারতীতে বিক্ষোভ - সবকিছু নিয়ে রাজ্য সরকারকে শাণিত আক্রমণ করলেন দিলীপ। 
শিয়রে করোনার তৃতীয় ঢেউ সঙ্কট। এই পরিস্থিতিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু সরকারের ভূমিকার কড়া সমালোচনাই করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে সাড়ে ৩ কোটি ভ্যাকসিন পড়ে আছে। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া গেলেও, লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না সাধারণ মানুষ।



অন্যদিকে, বাংলার পাশাপাশি শনিবার বিজেপি শাসিত ত্রিপুরাতেও প্রতিষ্ঠা দিবস পালন করছে TMCP।  তাতে জমায়েত হতে পারে, সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বিরোধীরা কিছু করলেই গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা আইন করেছে তারা মানছে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জমায়েত প্রসঙ্গে আক্রমণ দিলীপ ঘোষের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস পালনের প্রচারে গিয়ে, শুক্রবার আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে RSS’এর ছাত্র সংগঠন ABVP ও বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল TMCP। 

ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' হাজার হাজার এফআইআর হওয়া উচিত। আমরা করতে পারিনি। সিবিআইয়ের ওপর মানুষের ভরসা আছে। ' 
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে উপাচার্যর বাড়ির সামনে রাতভর বিক্ষোভে সামিল পড়ুয়াদের একাংশ। রাস্তার ওপরে লেখা হয়েছে স্লোগান।গতকাল রাত থেকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে প্রতিবাদ অবস্থানে বসেন পড়ুয়াদের একাংশ।বিশ্বভারতীতে পড়ুয়া বিক্ষোভে লেগেছে রাজনীতির রং। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি করার জায়গা নয়। এইসব করে শান্তিনিকেতনের গরিমা নষ্ট করা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এদিন বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ তাঁর 'গরুর দুধে সোনা'র তত্ত্ব ফিরিয়ে আনেন।  পুরানো বিতর্ক উস্কে দিয়ে তিনি বলেন, 'আমি বলেছিলাম, গরুর দুধে সোনা পাওয়া যায়, তখন অনেকেই খুব সমালোচনা করেছিলেন। কিন্তু যাঁরা আসল দুধ খাননি, তাঁরা সোনার দর বুঝবেন কী করে?' তিনি আরও বলেন,'পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন। বিশেষ করে, শিশুদের জন্য দুধ খুবই প্রয়োজনীয়।'  তিনি যোগ করেন, 'বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না।  হজমের সমস্যা এতটাই যে  অনেকেই দুধ ছাড়া লাল চা খান। যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে?'