কলকাতা: রাতের শহরে বেপরোয়া গুন্ডাগিরি। পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় (Pathuriaghata) কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর। ব্যবসায়ী (Buisness) মনোজ কুমার সিংয়ের দাবি, তাঁর কম্পিউটার (Computer) সামগ্রীর দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী সুবোধ সিংয়ের সঙ্গে গতকাল রাতে বচসা হয়। অভিযোগ, এরপরই সুবোধ সিং দলবল নিয়ে চড়াও হন মনোজের ওপর। তাঁকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত সুবোধ সিং। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, তিনি রাতে জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে গেলেও ডিউটি অফিসার নেই, এই কথা বলে তাঁর অভিযোগে গুরুত্ব দেয়নি পুলিশ। 



পর্ণশ্রীতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ


পর্ণশ্রীতে বাড়ি নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা ঘটেছে নিউ পর্ণশ্রী পল্লিতে। অভিযোগকারী সীমা সিংয়ের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই তিনি ও তাঁর স্বামী বাড়ি তৈরি করছেন। কিন্তু পর্ণশ্রী থানার পুলিশ কাগজপত্র বৈধ কি না, সেই প্রশ্ন তুলে তাঁদের হয়রানি করেছে। দু’দিন আগে তাঁর স্বামীকেও থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছিল পুলিশ। গতকাল রাতেও পুলিশ এসে তাঁর স্বামীকে জোর করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে মহিলার অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি, এক ব্যক্তি ওই জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই কাগজপত্র দেখতে চাওয়া হয়।   


মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব


পূর্ব বর্ধমানের (West Burdwan) মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাঁদের মেমারি (Memari) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে। পড়ুয়াদের দাবি, তাঁরা হস্টেলের খাবারের নিম্নমান নিয়ে সুপারিনটেন্ডেন্ট-কে গত কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন।গতকালও তাঁরা অভিযোগ জানান। পড়ুয়াদের অভিযোগ, তারপরই সুপারিনটেন্ডেন্ট বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হস্টেলে হামলা চালান। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট-এর এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে পাওয়া যায়নি ফোনে। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।