সন্দীপ সরকার, কলকাতা : বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে প্রায়সই মাত্রাছাড়া বিল ধরানোর অভিযোগ তোলেন রোগীর পরিবারের সদস্যরা। এমনই এক অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে,তামিলনাড়ুর ভেলোর ক্রিশিয়ান মেডিক্যাল কলেজের বিল খতিয়ে দেখে বুঝুন, কীভাবে কম খরচে চিকিৎসা করা যায়।  চলতি বছরের জানুয়ারিতে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা বিকাশচন্দ্র মণ্ডল বাইক দুর্ঘটনায় আহত হন। তাঁর পরিবার সূত্রের দাবি, ফর্টিস হাসপাতালে ১০ দিন ভর্তি থাকার পর ৪ লক্ষ ৯৭ হাজার টাকার বিল ধরানো হয়।

আরও পড়ুন :


Nipah Virus: কেরলে নিপার প্রকোপ, নিপা ভাইরাস নিয়ে সতর্ক কলকাতা পুরসভা





বিকাশ মণ্ডলকে ভেলোরের ক্রিশিয়ান মেডিক্যাল কলেজে নিয়ে যান পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ভেলোরে ১৯ দিন ভর্তি থেকে চিকিৎসা করাতে খরচ হয় ১ লক্ষ ১৯ হাজার টাকা। সুস্থ হয়েই বাড়ি ফেরেন বিকাশ।এরপরই ফর্টিসের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিলের অভিযোগে স্বাস্থ্য কমিশনে নালিশ জানান বিকাশ মণ্ডলের পরিবারের সদস্যরা। এরই প্রেক্ষিতে সোমবার, রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান,ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের বিলের কপি, সমস্ত বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, আপনারা দেখুন কোথায় খামতি রয়েছে। ফর্টিস হাসপাতালে আনুষঙ্গিক খরচ বাবদ যা নেওয়া হয়েছে, সেটা ভেলোরের মোট চিকিৎসার খরচের সমান! এই কারণেই মানুষজন ভেলোরে যান। ভুল সংশোধন করুন আপনারা। 


পাশাপাশি, বিকাশ মণ্ডলের চিকিৎসার বিল সংশোধন করে, তা স্বাস্থ্য কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে ফর্টিস কর্তৃপক্ষের বক্তব্য, রোগী যখন সুস্থ হচ্ছিলেন, তখনই পরিবারের সদস্যরা তাঁকে দক্ষিণ ভারতের একটি সেবামূলক হাসপাতালে নিয়ে যান। বাড়তি বিলের অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্য কমিশন, ভেলোরের চিকিৎসার খরচের বিল পর্যালোচনার নির্দেশ দেওয়ার পরে, পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানান, ভেলোরের হাসপাতাল ট্রাস্টের মাধ্যমে ও ভর্তুকিতে চলে। যার অর্থনৈতিক কাঠামো অন্য বেসরকারি হাসপাতালের চেয়ে আলাদা। দক্ষিণ ভারতের তুলনায় দেশের অন্যান্য জায়গার বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেক কম। কিন্তু, আমাদের এখানে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বাড়তি বিল নেওয়ার ধারণা তৈরি করা হয়েছে। যা ভিত্তিহীন। 


এদিনই ফর্টিসের বিরুদ্ধে বাড়তি বিল নেওয়ার অন্য দু’টি অভিযোগে, দুই রোগীর পরিবারকে প্রায় আড়াই লক্ষ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালের বিরুদ্ধেও গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায়  বাগুইআটির শ্রদ্ধা ভুতরার পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।