সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: সরকারি প্রকল্পে, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা। বারবার অপারেশনের পরও আঁধার কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, কী থেকে সংক্রমণ হয়েছে, তা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করলে দৃষ্টি ফেরা সম্ভব। তবে তা অনিশ্চিত। 


দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে 'চোখের আলো' প্রকল্পে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে দাবি অন্তত ২০ জন রোগীর। রিজওনাল ইন্সটিটিউট অব অফথালমোলজিতে যে ১৮ জনকে ভর্তি করা হয়েছিল, সোমবার তাদের মধ্যে ৮ জন বাড়ি ফিরলেন, চোখে অন্ধকার নিয়েই। এক রোগী মহসিন মালি বলেন, "বাম চোখে অপারেশন হয়েছিল। এখনও দৃষ্টি ফেরেনি। তিনবার অপারেশন হয়েছে।'' আরেক রোগী শেখ মহম্মদ রফিকের কথায়, "জীবনটা শেষ হয়ে গেল। আর কিছু নেই। এবার প্রাইভেটে দেখব। চারবার হল এই নিয়ে। শুধু আলো দেখছি। কিছু দেখতে পাচ্ছি না।''                                                              

কবে ফিরবে দৃষ্টি? 

রিজওনাল ইন্সটিটিউট অব অফথালমোলজি ডিরেক্টর অসীম ঘোষ বলেন, "আশা করছি সবাই দেখতে পাবেন। তবে দেখার বিষয়টা হয়তো সিক্স বাই সিক্স হবেনা। তবে সক্ষম ভাবে জীবন যাপন করতে যতটা দেখতে পাওয়া দরকার ততটা তারা দেখতে পাবেন। যারা বাড়ি যাচ্ছেন তারা এখনি যে দেখতে পাচ্ছেন না বলছেন সেটা সঠিক নয়। সময় লাগবে। সময় সময় হাসপাতালে এসে চেকআপ করতে হবে। প্রত্যেককেই আমরা চার-পাঁচ দিন অন্তর আসতে বলেছি।'' চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রসেনজিৎ মণ্ডল বলেন, "চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা নির্ভর করছে সংক্রমণ কী থেকে হয়েছে কবে থেকে সেটা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টি ফেরে। তবে যে কারণে সংক্রমণ হয়েছে সেই জীবাণন কী সেটা চিহ্নিত হলে দৃষ্টি ফেরানোর পদক্ষেপে সাফল্যের সম্ভাবনা বাড়ে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Supreme Court On VC Recruitment: ৫ সদস্যের সার্চ কমিটি গঠন, রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে গাইডলাইন তৈরি সুপ্রিম কোর্টের