কলকাতা: এবার থেকে সমস্ত রাজ্য় সরকারি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বাছবে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে ৫ সদস্য়ের সার্চ কমিটি। উপাচার্য নিয়োগে রাজ্য় সরকার ও রাজ্য়পালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
দ্বন্দ্বের অবসান করতে এবার গাইডলাইন: উপাচার্য নিয়োগে রাজ্য় সরকার ও রাজ্য়পালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে সমস্ত রাজ্য় সরকারি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বাছবে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে ৫ সদস্য়ের সার্চ কমিটি। সেই কমিটি নামের অদ্য়াক্ষর অনুযায়ী পরপর ৩টি নাম পাঠাবেন সেই ৩টি নাম 'নিজের ইচ্ছা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে' পরপর সাজিয়ে রাজ্য়পালের কাছে পাঠাবেন মুখ্য়মন্ত্রী। উপাচার্য পদে প্রথম নামটিতে চূড়ান্ত অনুমোদন দেবেন রাজ্য়পাল। তবে, মুখ্য়মন্ত্রীর স্থির করা নামে যদি রাজ্য়পালের কোনও আপত্তি থাকে, তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন। আবার সার্চ কমিটির প্রস্তাবিত তিনটি নামের মধ্য়ে যদি কোনও নামে মুখ্য়মন্ত্রীর আপত্তি থাকে, তাহলে তিনি, আপত্তির কারণ উল্লেখ করে রাজ্য়পালের কাছে পাঠাতে পারবেন এবং রাজ্য়পাল যদি মুখ্য়মন্ত্রীর সঙ্গে সম্মত না হন, তাহলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সেক্ষেত্রে উপাচার্য নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে।
উপাচার্য নিয়োগের ক্ষমতা নিয়ে, দীর্ঘদিন ধরেই রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের দ্বন্দ্ব চরমে। যার জেরে স্থায়ী উপাচার্য ছাড়াই দিনের পর দিন চলছে বিশ্ববিদ্য়ালয়গুলি। দ্বন্দ্বের জেরে দায়ের হয় মামলা। তা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট রাজ্য় সরকার ও রাজ্য়পালকে 'কফির টেবিলে' সমস্য়া মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেও জটিলতা কাটেনি। শেষমেশ, অচলাবস্থা কাটাতে সোমবার একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ। সার্চ এবং সিলেকশন কমিটি ৩০টিরও বেশি রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবে। এই কমিটির চেয়ারম্যান হবেন দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: ভরা আষাঢ়ে মুখভার আকাশের, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?