সুদীপ্ত আচার্য, কলকাতা : রাত বিরেতে উত্তপ্ত ভবানীপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে ছড়াল অশান্তি, এমনকী চলল গুলিও ! এমনটাই খবর স্থানীয় সূত্রে। সোমবার গভীর রাতের ঘটনা। দুই পাড়ার সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে ভবানীপুর এলাকা। হাতাহাতি গড়ায় সংঘর্ষে। সেখান থেকে গুলি চলার মতোও ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ! রাতের কলকাতার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
গুলি চালানোর অভিযোগ
পুলিশ সূত্রে খবর, আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩ জন। সংঘর্ষ চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। অভিযোগের তির স্থানীয় যুবক ভিকি সাউ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গভীর রাতে ভবানীপুর থানা এলাকার উড়িয়া পাড়ায় স্থানীয় যুবকদের সঙ্গে এলাকার পরিচিত মুখ ভিকি সাউয়ের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। উঠেছে গুলি চালানোর অভিযোগও। তবে গুলিতে কেউ হতাহত হননি। পুলিশ গুলি চালানোর অভিযোগ স্বীকার করেনি।
ফের অশান্তি, মারধরের অভিযোগ
ভবানীপুর থানার পুলিশের হস্তক্ষেপে তখনকার মত গন্ডগোল মিটে গেলেও কিছুক্ষণের মধ্যে নন্দন রোডে ভিকি সাউয়ের অনুগামীরা আবার চড়াও হয় বলেই অভিযোগ। তারা প্রদীপ রজক নামে এক যুবক ও মধ্যবয়স্ক এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি।
এরপর ওই এলাকার বাসিন্দারা কলকাতা পুলিশ হাসপাতাল সংলগ্ন বেনিনন্দন স্ট্রিটে ভিকি সাউয়ের বাড়ির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ভিকি সাউ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও, এ বিষয়ে অভিযুক্ত ভিকি সাউ বা তার অনুগামীদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ । যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
৭ সেপ্টেম্বর সকালের বড় খবর
১। কয়লাপাচার কাণ্ডের তদন্তে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়িতে সিবিআই। একযোগে চলছে তল্লাশি। একটি বাড়ির তালা খুলতে আনা হল চাবিওয়ালা।
২। কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট ৭টি জায়গায় সিবিআই তল্লাশি। কয়লাকাণ্ডে আলিপুরের ব্যবসায়ী প্রতীক দিওয়ানের বাড়িতেও সিবিআই।
৩। আইনজীবী মারফত ১৫ দিন সময় চাইলেও, চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে ফের তলব করল সিবিআই। আজই সিজিও কমপ্লেক্সে আসতে নির্দেশ।
৪। ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ-খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তাই জানত না পুলিশ, খবর সূত্রের।
৫। ২ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ছবি দিয়ে বিধাননগর কমিশনারেট ও সমস্ত থানাকে জানায় বসিরহাট জেলা পুলিশ। তাও ২ সপ্তাহ ধরে বসিরহাট মর্গে পড়ে দেহ, খবর পুলিশসূত্রে।
৬। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের চা-খাবার খাওয়ানো হয়। ২২ অগাস্ট রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন ২ কিশোরকে, খবর পুলিশ সূত্রে।
৬। আজ নিহত মাধ্যমিক পরীক্ষার্থী অভিষেকের জন্মদিন। শোকে আকুল বাবা। কান্নায় ভেঙে পড়লেন নিহত অতনুর মা।