ঝিলম করঞ্জাই, কলকাতা : ঝড়, বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির ওপর উপড়ে পড়ল গাছ। আহত হন এক সাইকেল আরোহী। রাস্তার পাশে একটি গুমটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হরিশ মুখার্জি রোডে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সময় ট্যাক্সিতে কেউ না থাকায় রক্ষা মেলে। গাছ উপড়ে গুরুতর আহত হন সাইকেল আরোহী কানাই রায়। পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। তিনি SSKM হাসপাতালে বেসরকারি সংস্থার চুক্তিভিক্তিক কর্মী। দুর্ঘটনার সময় কাজে যাচ্ছিলেন। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।


ঘটনার বিস্তার..


হরিশ মুখার্জি রোডে মুক্তধারা মোড়ের কাছে গাছটি আচমকাই পড়ে যায়। আজ সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বহু বছরের পুরনো সেই গাছ গোড়া থেকে উপড়ে পড়ে। উপড়ে এটি পড়ে ট্যাক্সির ওপরে। সৌভাগ্যবশত ট্যাক্সির ভিতরে সেইসময় কোনও চালক ছিলেন না। গাছটি পড়ে ট্যাক্সির সামনের দিকটি প্রায় দুরমুশ হয়ে যায়। অন্যদিকে, পিছনের অংশের চাকা মাটি থেকে বেশ কিছুটা উপরে উঠে যায়। ঠিক ট্যাক্সির পাশ দিয়েই একজন সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সাইকেলও দুমড়ে মুচড়ে যায়। সাইকেল আরোহীর মারাত্মক চোট লাগে। গাছ ও সাইকেল দুই-ই আটকে পড়ে। তাঁকে এসে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে সেই গাছ কাটা হচ্ছে। গাছ কেটে যাতে হরিশ মুখার্জি রোডে যান চলাচল স্বাভাবিক করা যায় তার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ভবানীপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়দের বক্তব্য, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও একজন আহত হয়েছেন। 


গত মে মাসে দেখা গিয়েছিল, মাত্র দুই মিনিটে ঝড়ে পড়ে যায় ২০০-র বেশি গাছ। যার জেরে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ঠাকুরচক থেকে পাঁচ কিলোমিটার খাকুড়দা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় বাস থেকে লরি। ঘটনাস্থলে প্রথমে স্থানীয়রা গাছ সরানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তাঁরাও গাছ সরানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে গাছ কাটার মেশিন ও জেসিবি মেশিন কাজে লাগানো হয়। গাছগুলি সরিয়ে রাজ্য সড়কে যান চলাচলের স্বাভাবিক করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।