কলকাতা: পর্ণশ্রীতে পুরসভার আধিকারিককে 'হেনস্থা' তৃণমূল কর্মীর। হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা'। 'ভাঙল পুর আধিকারিকের চশমার কাচ',তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা। ১০ দিন আগেই কুলপিতে পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা। 


শেষ অবধি পাওয়া খবরে, পর্ণশ্রীতে সরকারি অফিসারকে 'হেনস্থা'কাণ্ডে ১৯ ঘণ্টাতেই জামিন তৃণমূল কর্মীর। আলিপুর আদালতে পুর আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ। অভিযোগ, জবরদখল উচ্ছেদে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা' তৃণমূল কর্মীর। সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারা, জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর । বিচারকের নির্দেশ মতো সরকারি অফিসারের পরিচয়পত্রই দেখাতে পারল না পুলিশ। 'তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুকে', তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে, নির্দেশ আলিপুর আদালতের।




তবে শুধুই কলকাতা নয়, এমন ছবি প্রকাশ্যে এসেছে রায়গঞ্জেও। সরকারি দফতরে ঢুকে আধিকারিককে শাসানির অভিযোগ। সরকারি দফতরে ঢুকে সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের দাদাগিরির অভিযোগ উঠেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড সরানোয় হুমকি দেওয়া হয়েছে। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারের ঘরে চড়াও তৃণমূল প্রভাবিত রাজ্য় সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য়রা। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড লাগানোর নির্দেশ!


আরও পড়ুন,এবার বিপদ রেলের হাসপাতালে, আগুন-আতঙ্কে হুড়োহুড়ি


ফুটপাত জবরদখল এবং হকারদের সমস্য়া মেটাতে ১ মাসের মধ্য়ে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই সমস্য়া মেটাতেই সোমবার হকার সার্ভে করা হয় নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আমি এখনই উচ্ছেদের মধ্য়ে না গিয়ে, ১ মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই ১ মাসের মধ্য়ে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে।'এক মাসের মধ্য়ে করতে হবে হকার জোন।হকারদের জন্য় তৈরি করতে হবে স্টোর রুম। এমনই নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। সেই মতো ময়দানে নেমেছে কলকাতা পুরসভা। নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালায় হকারদের নিয়ে সমীক্ষা করা হয়। যেখানে বিভিন্ন ধরণের সমস্য়ার মুখে পড়তে হয় পুর প্রতিনিধিদের। এদিন নিউমার্কেটে হকার সার্ভে করতে গিয়ে দেখা যায়, কোথাও ফুটপাত দখল করে, বানিয়ে ফেলা হয়েছে দোকান। কোথাও ফুটপাতে থাকা দোকানেই, কাচ লাগিয়ে কার্যত তৈরি করা হয়েছে শো রুম। অনেক জায়গাতেই ফুটপাত পরিণত হয়েছে গুদামে। মেয়র পারিষদ ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার সেই সমস্ত সরানোর নির্দেশ দেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।