প্রকাশ সিন্হা, আশাবুল হোসেন ও বিশ্বজিৎ দাস, কলকাতা : চাকরিপ্রার্থীদের (Job Seekers) কাছ থেকে ১৯ কোটি টাকা তুলেছেন হুগলির এক যুব তৃণমূল নেতা ! জেলবন্দি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের (Tapas Mondal) দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তাপস মণ্ডলকে আইনি নোটিস (Legal Notice) পাঠিয়েছেন ওই যুব তৃণমূল নেতা। অভিযোগ প্রমাণ হলে দল আপোস করবে না ! জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন তাপস মণ্ডল । প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপসের দাবি, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছে।
কিন্তু, ১০০ কোটির দুর্নীতি করল কারা ? তাপস মণ্ডলের মুখে শোনা গেছে কুন্তল ঘোষ নামে হুগলির এক যুব তৃণমূল নেতার নাম। মানিক-ঘনিষ্ঠ তাপস দাবি করেছেন, ৩২৫ জন চাকরিপ্রার্থীর থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। CBI সূত্রে দাবি, তাদের কাছে কুন্তলের নাম জানিয়েছিলেন তাপস মণ্ডলই। এরপরই বুধবার দু'জনকে নিজাম প্যালেসে তলব করা হয়। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের।আইনজীবী পিন্টু কারারের মাধ্য়মে তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠিয়েছেন কুন্তল ঘোষ। যেখানে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্য়ে, ইচ্ছাকৃতভাবে, সম্মানহানি ও ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য় এই মন্তব্য় করা হয়েছে। আমার মক্কেল সিবিআইয়ের সামনে এমন কিছু বলেছেন কিনা, তার কোনও প্রমাণ নেই। যুব তৃণমূলের যে নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তার সঙ্গে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষের ছবিও রয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ বলেন, এটা তো অভিযুক্ত, কিছু প্রমাণ হয়নি। অনেকের নাম উঠে আসছে। যতক্ষণ না সিবিআই-এর পক্ষ থেকে তাদের মুখ থেকে আমরা কিছু জানতে পারছি, ততক্ষণ এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। ছবি আছে তো কি হয়েছে, আমরা নানা জায়গায় যাই, সেখানে অনেকে থাকে। আমি যুব নেত্রী হয়েছি ২ বছর হয়েছে। আর এই ঘটনা ২০১৬-১৭-১৮ সালের ঘটনা। যদি কেউ ভুল করে থাকে, দলের তরফে আপোস করা হবে না। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গেও অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ছবি রয়েছে। মন্ত্রী অবশ্য় দাবি করেছেন, কেউ দোষী প্রমাণিত হলে, দল রেয়াত করবে না। তিনি বলেন, আদালতের চোখে যে দোষী প্রমাণিত হবে, সে শাস্তি পাবে। পার্টি পাশে থাকবে না, এই স্ট্যান্ড পরিষ্কার।
'নিয়োগ-দুর্নীতিতে ১৯ কোটি টাকা যুব তৃণমূল নেতার পকেটে' বিস্ফোরক দাবি তাপস মণ্ডলের। শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে হুগলির জিরাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ১৯ কোটি টাকা নেওয়ায় অভিযুক্ত কুন্তল ঘোষের গ্রেফতারিও দাবি করেছেন তাঁরা।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, এরকম বহু নেতা আছে, শয়ে শয়ে কোটি টাকা লুঠ করেছে, ধীরে ধীরে সিবিআই-এর হাত পৌঁছচ্ছে। যখন কেউ ধরা পড়ছে, তাদের লোকেরাই স্বীকার করছে। আমরা যখন অভিযোগ করতাম, তখন কেউ স্বীকার করেনি। এখন ভিতর থেকে লোকেরা এসে বলে যাচ্ছে, কে কত টাকা লুঠ করেছে। এরকম বহু ঘটনা সামনে আসছে।
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, তৃণমূলে সরকারে আসার পর যা যা চাকরি হয়েছে, সব অর্থের বিনিময়ে হয়েছে। যদিও, কুন্তল ঘোষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও উত্তর দেননি।