সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস, আবীর দত্ত, কলকাতা: ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) সামনে এলআইসি বিল্ডিং-এর বাস উল্টে ভয়াবহ (Bus Accident) দুর্ঘটনা। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে খবর। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস (Park Circus) থেকে হাওড়ার (Howrah) দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। 


প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে। 


ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও (Fire Brigade)। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে (SSKM) নিয়ে যাওয়া হয়েছে। 


স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার হওয়ার কারণে ক্ষতি সামান্য হয়েছে। তবে সপ্তাহের অন্যদিন হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। উল্লেখ্য, দুর্ঘটনার কারণে আপাতত ওই রাস্তাটি বন্ধ রাখা হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি একবালপুরে (Ekbalpur) ভয়াবহ বিস্ফোরণ (Blast), ১ মহিলা-সহ আহত ৬। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের (Kolkata Police)। রান্নার গ্যাসের (Cooking Gas) মেরামতির কাজ চলার সময় বিস্ফোরণ (Explosion) বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।


দিন কয়েক আগেই তীব্র শব্দে কেঁপে ওঠে সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হয় এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের (Petrol) বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।


শব্দের তীব্রতায় ভেঙে পড়ে আশেপাশের বাড়ির জানালার কাচ। বিস্ফোরণের আতঙ্ক দেখা দেয় এলাকায় । খবর পেয়ে আসে পুলিশ (Police) ও দমকল। দরজা ভেঙে চারতলার শৌচাগার থেকে উদ্ধার করা হয় দগ্ধ মহিলাকে । ঘোলার বাসিন্দা ওই মহিলাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ৩৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। পুলিশের দাবি, মহিলা জানিয়েছেন , তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু তীব্র শব্দ কীভাবে হল? খতিয়ে দেখছে পুলিশ (Police) ।