সঞ্চয়ন মিত্র, ঝিলম করঞ্জাই, কলকাতা : ঘুরতে হল একের পর এক হাসপাতালের দোরে দোরে। আশঙ্কাজনক রোগিণীকে সঙ্গে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কার্যত অসহায় অবস্থায় ছুটে বেড়ানোর পরে শেষমেশ প্রথম যাওয়া হাসপাতালেই ঠাঁই ! রেফার-রোগের (Hospital Refer) জেরে ভয়াবহ অভিজ্ঞতা খাস কলকাতার বাসিন্দাদের।


এসএসকেএম, এনআরএস, মেডিক্যাল সহ ৫ হাসপাতাল ঘুরে ফের এম আর বাঙুরেই (MR Bangur Hospital) ঠাঁই হয় হৃদরোগ আক্রান্তর। কিন্তু তার মাঝে কার্যত গোটা রাত কাটে বিনা চিকিৎসায়। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যালকে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। 


পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন ভবানীপুরের বাসিন্দা ৬২ বছরের শবরী চক্রবর্তী। পরিবারের অভিযোগ, ভোগান্তির যাত্রা শুরু হয় রাত ৯টা থেকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রোগিণীকে ভবানীপুরের বাড়ি থেকে প্রথমে এম আর বাঙুর। তারা ফিরিয়ে দেওয়া হলে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। বেড না মেলায় SSKM থেকে NRS। তারপর NRS থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে কলকাতা মেডিক্যাল, তারপর শেষমেশ এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে !


কোথাও বেড নেই, কোথাও চাওয়া হয় মোটা অঙ্কের টাকা, কোথাও আবার বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ। গোটা রাত কার্যত বিনা চিকিৎসায় কাটিয়ে, প্রায় ৯ ঘণ্টা পর ভর্তি হলেন রোগিণী। পরিবারের দাবি, গতকাল রাতে প্রথমে এম আর বাঙুরে নিয়ে যাওয়া হলে কার্ডিওলজি বিভাগ নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। এরপর SSKM, সেখানে কার্ডিওলজিতে বেড না মেলায়, রোগিণীকে NRS-এ নিয়ে যায় পরিবার। সেখানে মেডিসিনে ভর্তি করানোর পরামর্শ দেওয়ায়, হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে রোগিণীকে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল বিরাট অঙ্কের টাকা দাবি করায়, নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যালে। অভিযোগ, সেখানে ইমার্জেন্সিতে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় রোগিণীকে। শেষপর্যন্ত শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এম আর বাঙুর হাসপাতালের মেডিসিন বিভাগের CCU-তে ভর্তি করা হয় মহিলাকে।


রেফার-রোগ নিয়ে উষ্ণা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশ সত্ত্বেও কেন সারছে না হাসপাতালের রেফার-রোগ ? সরকারি হাসপাতাল থেকে কেন ফেরানো হচ্ছে মুমূর্ষু রোগীদের ? এর আগে গত মাসে দিনভর জেলা ও কলকাতার চার চারটে সরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করে রহড়ার বাসিন্দা এক রোগিণীর পরিবার। রেফার-রোগে চরম হয়রানির শিকার হন তাঁরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যাল হাসপাতালকে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন- বঙ্গোপসাগরে নিম্নচাপ-শঙ্কা, শীত পড়ার আগেই ধাক্কা ? বড় খবর দিল আবহাওয়া দফতর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y