সঞ্চয়ন মিত্র, কলকাতা :  ডিসেম্বরের মুখে মুখে যখন শহরবাসীর গায়ে সবে চাপাটি উঠছে, তখনই মন খারাপের খবর দিল আবহাওয়া অফিস।  আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর তার হাত ধরে বঙ্গোপসাগরে ঘনাবে নিম্নচাপ। তাই শীতের পথে কাঁটা পড়ার আশঙ্কা ষোল আনা।


আবহাওয়া দফতর জানিয়েছে, এই উইক এন্ডে শীতের আমেজ ভরপুর থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেটাই দেখার। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া 
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ স্পষ্ট। ১৫ ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। কলকাতাতেও ২০র নিচে নেমেছে পারদ। ১৫-১৬ ডিগ্রিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে বেশ কয়েকদিন শুকনো থাকার পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষে  দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন থাকবে। 


কলকাতার আবহাওয়া 
কলকাতায় শনিবার পরিষ্কার আকাশ থাকবে। সামান্য  বাড়ল রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম। সপ্তাহ শেষে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতায় শর নিবাসকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার এক ডিগ্রি কম।  


দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস 


আগামী দু তিন দিন কুয়াশা থাকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নভেম্বরের শেষ ক’দিনে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা। 


আরও পড়ুন : 


কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y