জয়ন্ত পাল, বাগুইআটি: ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল (Kolkata To Aizwal) যাওয়ার সময় গ্রেফতার (Arrest) এক যাত্রী। গতকাল সন্ধেয় কলকাতা থেকে আইজল যাচ্ছিলেন এইচ লালমালসাওমা নামে শিলংয়ের এক যাত্রী। যখনই ইন্ডিগো কাউন্টারে (Indigo Counter) টিকিট নিয়ে যান তিনি, তখনই ইন্ডিগো কর্তৃপক্ষের গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরবর্তীতে তারা খতিয়ে দেখে ভুয়ো টিকিট (Fake Ticket) নিয়ে তিনি বিমান ধরার জন্য এসেছেন। এরপরে ইন্ডিগো কর্তৃপক্ষ গোটা ঘটনাটি সিআইএসএফকে জানায়, পরবর্তীতে সিআইএসএফ এন এসসিবিআই থানার হাতে তুলে দেয় ওই যাত্রীকে। পরবর্তীতে পুলিশ সেই যাত্রীকে গ্রেফতার করে।
পুলিশ ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ১৫ দিন আগে কলকাতায় এসেছিল সেই যাত্রী একটি রেস্টুরেন্টে কাজের জন্য। পরবর্তীতে তিনি কলকাতা থেকে আইজল ফিরে যাবে বলে যে টিকিটে তিনি আইজল থেকে কলকাতায় এসেছিলেন, সেই একই টিকিটে মোবাইলে তারিখ বদলে আইজল যাওয়ার চেষ্টা করে সে। অভিযুক্ত যাত্রীর বক্তব্য তাঁর কাছে টাকা না থাকার কারণে, তিনি এই কাজ করেছিলেন। যদিও গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। মঙ্গলবার সেই যাত্রীকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
কয়েক মাস আগে একটি খবর এবিপি লাইভেই প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে বালিগঞ্জ স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের রমরমা কারবার! হ্যাঁ, চমকে ওঠার মতো এমনই তথ্য সামনে এসেছে। পাকড়াও হয়েছে বেশ কয়েকজন প্রতারক। রীতিমতো রেলকর্মীর পোশাক, আইডি কার্ড নিয়ে স্টেশনেই চলত ভুয়োদের দৌরাত্ম্য চলত। আর ট্রেন থেকে নামতেই ভুয়ো টিকিট পরীক্ষকের কবলে পড়তেন একাধিক যাত্রী। প্রতারিত হয়েছেন ঠিক কতজন, তার কোনও ইয়ত্তা নেই। ঘটনার দিন টিকিট পরীক্ষার সময়ই জিআরপির হাতে ৪ প্রতারক পাকড়াও হয়। তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৪ জনকে আটক করে জিআরপি। ভুয়ো টিকিট পরীক্ষক সেজে এভাবে খাস কলকাতার স্টেশনে কীভাবে চলত এমন প্রতারণা চক্র ? এই প্রশ্নেই আলোড়ন পড়ে গিয়েছে।
পূর্ব রেলের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে আই-কার্ড দেখিয়ে বালিগঞ্জ স্টেশনে টিকিট পরীক্ষা করা কয়েকজনকে দেখে সন্দেহ হয় জিআরপির। রীতিমতো সাদা জামা-কালো প্যান্টে একেবারে রেলের টিকিট পরীক্ষকের পোশাক পরিহিত চারজনকে আটক করে প্রথমে বালিগঞ্জ পুলিশ স্টেশনে ও পরে বালিগঞ্জ জিআরপিতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময়ই বেরিয়ে আসে প্রতারকদের কীর্তি।