কলকাতা: সাত সকালে যশোর রোডে (Jasor Road) পথ দুর্ঘটনায় (Road Accident) আহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছিল বরাট বাসস্ট্যান্ডের কাছে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগে সেই স্থানে। দুর্ঘটনায় আহতদের দ্রুত আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল, দাবি স্থানীয়দের। গাড়ির ভিতরে ছিল মদের বোতল, গ্লাস, অভিযোগ স্থানীয়দের। পাতিপুকুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছ।
কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল
কিছুদিন আগেই একটি খবর প্রকাশিত হয়েছিল। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন। ঘটনাটি মূলত ঘটেছিল উত্তর ২৪ পরগনার রহড়া থানার রুইয়া এলাকায়। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গতিতে একটি গাড়ি ব্যারাকপুরের দিক থেকে আসছিল। কিন্তু হঠাৎই বিপত্তি ঘটে। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সেই গাড়িতেই ছিলেন মোট পাঁচজন। আহতদের দ্রুততার সঙ্গে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছিল। গাড়ির চালককে আটক করেছিল পুলিশ। আদৌ কি চালক মদ্যপ ছিলেন, নাকি অন্য় কোনও কারণ তা খতিয়ে দেখছিল স্থানীয় পুলিশ।
তারও কিছুদিন আগে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসার সময় প্রাণ হারাতে হয়েছিল ৩জনকে। মুর্শিদাবাদ থেকে মোদির সভায় যোগ দিতে আসা তিন জনের মৃত্যু হয়েছিল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগর - রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ঘটনা। সূত্রের খবর, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, এঁদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসেছিলেন তাঁরা। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা আজ কমই ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডিসেম্বরের ২০ তারিখ। কনকনে শীতের দেখা না-মিললেও গভীর কুয়াশা রয়েছে নদিয়ায়। কলকাতায় শীতের আমেজও তেমন নেই । তবে সকাল সকাল কলকাতা ও বিভিন্ন জেলায় কুয়াশা যথেষ্ট । তাই দৃশ্যমানতা যথেষ্ট কম। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।