কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিল্প সম্মেলনের (Bengal Global Business Summit) দিনেই নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হল শহরের (Kolkata) একাংশ। প্ল্যাকার্ড হাতে নিয়েই এদিন সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের (Mayukh Bhavan) সামনে প্রাথমিক (Primary)-টেট (TET) ঊত্তীর্ণদের বিক্ষোভ চলে।                 



প্রাথমিক-টেট ঊত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে অশান্তি চরমে ওঠে সেখানে। এরপর পুলিশের বাধার মুখেও পড়তে হয় বিক্ষোভকারীদের। যা নিয়ে শুরু হয় তুলকালাম। প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করছে না পর্ষদ, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। ‘প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে, শূন্য পদে মেধা অনুযায়ী চাকরি’, আন্দোলনকারীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পর্ষদের।                                                     


আরও পড়ুন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের


বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। আজ পর্যন্ত তাঁদের চাকরি হয়নি। অথচ টেট না পাশ করেও চাকরি পেয়ে গিয়েছেন। ট্রেনিং নিয়েও বহু যুবক-যুবতীকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অনেকের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে, ঘরবাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও ডিএলএডদের নিয়োগ করা হচ্ছে না। তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আগামী ২৪ ঘন্টার মধ্যে ডি এল এড চাকরিপ্রার্থীদের নিয়োগ চাই বলেই দাবি জানিয়েছে তাঁরা। 


বিক্ষোভকারীরা রাস্তায়  বসতে চাইলে পুলিশ তাঁদের জোর করে উঠিয়ে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে ওই চাকরিপ্রার্থীদের।