জয়ন্ত পাল, কলকাতা : খাস কলকাতায় (Kolkata) অফিস খুলে চাকরি দেওয়ার নামে চলছিল প্রতারণা (Job Fraud)। প্রায় ২ মাস পর প্রতারণা চক্রের পর্দাফাঁস। বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। দমদমের নাগেরবাজার থানার দ্বারস্থ হলেন প্রায় ৭০০জন। 


বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা- একদিকে যখন চাকরির দাবিতে কলকাতার রাস্তায় ধরনায় বসেন শত শত চাকরিপ্রার্থী। তখন চাকরির আশাতেই প্রতারণার শিকার হলেন প্রায় ৭০০ জন। নাগেরবাজার থানায় বিক্ষোভ দেখালেন প্রতারিতরা। বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্র চলছিল খাস কলকাতায়! রীতিমতো অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে জাল ফেঁদেছিল প্রতারকরা।


কীভাবে চলত কাজ - স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে দমদমের ঘোষপাড়ার বহুতলে তিনতলার একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে সাইবা কনসালটেন্সি নামের এই সংস্থা। ইরাকে চাকরি দেওয়া হবে বলে অনলাইনে বিজ্ঞাপনও দেয় এই সংস্থা। অভিযোগ, চাকরি চেয়ে যোগাযোগ করলেই কারও থেকে ২০ হাজার, কারও ২৫ হাজার টাকা করে নেওয়া হত। এমনকী, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ভুয়ো পাসপোর্ট, ভিসাও তৈরি করে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। তারপর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তাদের সঙ্গে। সন্দেহ হতেই অফিসে ছুটে আসেন সকলে। কিন্তু সেখানেও ঝুলছে তালা। 


বিক্ষোভ প্রতারিতদের- শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্যেও প্রতারণার জাল ছড়িয়েছিল। সোমবার নাগেরবাজার থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা। কীভাবে চলত প্রতারণা চক্র? নেপথ্যে কি বড় কোনও মাথা? খোঁজ চালাচ্ছে পুলিশ। 


আরও পড়ুন- প্রেমিকাকে খুন করে পুঁতে ফেলার অভিযোগ, হইচই খড়্গপুর গ্রামীণের ভালুকমচা গ্রামে


কিছুদিন আগে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা চক্রের খোঁজ সামেন আসে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের অনন্য চেম্বার অফিসে  টেকনো প্রো সলিউশন নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করত প্রতারকরা। এরপর তাঁদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত প্রতারকরা। সেই মারফত তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা লেনদেন করত অভিযুক্তরা। সেই তদন্ত শুরু করে সংস্থার অফিসে হানা দেয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে ওই সংস্থার ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।