অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর, আগামী মাসেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট (East West Metro) মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হতে পারে। এর পাশাপাশি আরও একটি সুখবর। জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) পাশে স্টেশন তৈরির শর্তসাপেক্ষে অনুমতি মিলল।


কোন রুটে জোকা-বিবাদী বাগ মেট্রো?
জোকা-বিবাদী বাগ মেট্রো রুটে মোট ১৩টি স্টেশন থাকবে।  জোকা-ঠাকুরপুকুর-শখের বাজার-বেহালা চৌরাস্তা-বেহালা বাজার-তারাতলা-মাঝেরহাট-মোমিনপুর-খিদিরপুর-ভিক্টোরিয়া-পার্কস্ট্রিট-এসপ্ল্যানেড-বিবাদী বাগ। এর মধ্যে জোকা (Joka) থেকে মাঝেরহাট পর্যন্ত মাটির উপরের কাজ শেষের দিকে। এরপর থেকে বিবাদী বাগ পর্যন্ত পাতালে মেট্রো যাওয়ার কথা। 


চলতি বছরেই জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে স্টেশন হলে, কম্পনে ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিংয়ের কোনও ক্ষতি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বউবাজারের ঘটনার পর যা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শেষমেশ নানা পরীক্ষা নিরীক্ষার পর, স্টেশন তৈরিতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ড। কম্পন নিয়ে পরীক্ষার পর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটউট ও আইআইটি খড়গপুর NOC দিয়েছে। স্টেশন হবে ভিক্টোরিয়ার সামনে কুইনস ওয়ে-তে। উল্টোদিকেই ময়দান।


কী শর্তে ছাড়পত্র:
যে শর্তগুলি রাখা হয়েছে, সেগুলি হল স্টেশন তৈরির সময় নজরদারি চালাবেন IIT মাদ্রাজের বিশেষজ্ঞরা। সেই সঙ্গে কাজের সময়, ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে বিভিন্ন পর্যায়ের রিপোর্টের কপি দিতে হবে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে। শর্ত সাপেক্ষে অনুমতির কথা জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত। শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার পাশাপাশি, নির্মাণকারী সংস্থার কাছে দু’টি আর্জি রাখা হয়েছে। সেগুলি হল, রাস্তার বিপরীতে স্টেশন হলেও, তার ঢোকা ও বেরনোর পথ যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকেও থাকে। সেই সঙ্গে, মাটির উপরে থাকা স্টেশনটির নকশা যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের সঙ্গে মিল রেখে করা হয়।


আরও পড়ুন: ৩১ মে থেকে বদল! ব্যান্ডেল স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নম্বর কী?