কলকাতা: কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা (Suicide Case)। মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। রাত সোয়া ৯টা থেকে ডাউন লাইনে বন্ধ মেট্রো। আপ লাইনে মেট্রো চললেও, বন্ধ ডাউন লাইনে।


বারবার মরণঝাপ কালীঘাট মেট্রো স্টেশনেই


তেইশ সালের মে মাসে  এই কালীঘাট মেট্রো স্টেশনেই ঝাঁপ দিয়েছিলেন একজন। বছর ঘুরতেই ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী হল এই স্টেশন।  কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি সেবার ঝাঁপ দিয়েছিলেন।  বাইশের জুলাই মাসেও জোড়া দুর্ঘটনা ঘটেছিল মেট্রোতে। যার একটি ছিল এই কালীঘাট মেট্রো স্টেশনে। সেবার লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করেছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । যদিও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয়েছিল বলে খবর আসে। বলাইবাহুল্য অফিস টাইমে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন মেট্রোর যাত্রীরা।


ব্যহত মেট্রো পরিষেবা


ওই বছর গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনেও একজন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যার জেরে নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল ব্যহত হয়।   সাড়ে ১২টা থেকে বন্ধ ছিল নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো আচমকাই ব্রেক কষেছিল। এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। চলতি বছরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে  এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এর জন্য বেশ কিছুক্ষণ ধাক্কা খায় পরিষেবা। প্রায় চল্লিশ মিনট পর স্বাভাবিক হয়েছিল মেট্রো চলাচল। কলকাতা মেট্রো সূত্রে খবর আসে, যিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি যুবতী। তাঁকে অক্ষত উদ্ধার করা গিয়েছে। তবে  এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও মেট্রো পরিষেবা ধাক্কা খায়।  


আরও পড়ুন, নিট পরীক্ষা রাজ্যের হাতে ফেরানোর প্রস্তাব পাশ বিধানসভায়, ব্রাত্যর নিশানা, 'হিমশৈল্যর চূড়া মাত্র..'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।