কলকাতা: খান্নার (Khanna) হরিশা হাট। রবিবারের (Sunday Market) সকালে থিকথিকে ভিড়ে কোভিড বিধি (Covid Restriction) শিকেয়। অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও, তাতে ভ্রূক্ষেপ নেই ক্রেতা বিক্রেতাদের। ‘নো মাস্ক, নো সেল’ লেখা পোস্টারের পাশেই বিনা মাস্কে জিনিস বিক্রি চলছে। এমন ছবিও চোখে পড়েছে খান্নার হরিশা হাটে (Khanna Harisha Market)।


">


বাগবাজারের গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বাজার। সেখানে রবিবারের সকালে উপচে পড়া ভিড়। মাইকে প্রচার করছে বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি। তারপরেও ভ্রূক্ষেপ নেই ক্রেতাদের একাংশের। যদিও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্কহীন ক্রেতাদের বাজার থেকে বের করে দেওয়া হচ্ছে। বিক্রেতারা মাস্ক না পরলে সাসপেন্ড করার হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির।


রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। তার মধ্যেই, কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল অসেচতনার ছবি। অনেক ক্রেতা ও বিক্রেতার মুখে নেই মাস্ক। উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। 


মাস্ক কেন নেই? এ প্রশ্নের জবাবে কসবা বাজারের এক বিক্রেতা জানান, চা খাচ্ছিলাম তাই। অনেকে আবার বলেছেন দোকানে পুজো করছিলেন, ধুনো দিয়েছেন তাই মাস্ক পরেননি। শনিবার সকালে, কসবা বাজারে গিয়ে দেখা গেল, বহু ক্রেতার মুখেই নেই মাস্ক। একই অবস্থা বিক্রেতাদেরও। করোনার মারাত্মক সংক্রমণের মধ্যেও, চূড়ান্ত অসচেতনতার ছবি। বাজারে মাস্ক-হীনদের ভিড়।


অনেকের মুখে মাস্ক থাকলেও, তা থুতনির কাছে নামানো। এক ক্রেতা জানালেন তিনি 'ভুলেই গিয়েছেন' মাস্ক পরতে। আরেক জনের কথায়, 'ব্যাগে রয়েছে'। কেউ আবার মাফলারকেই মাস্ক করে পড়ে নিলেন। জিজ্ঞেস করতেই হাজির একের পর এক অজুহাত। ভিড়ের মধ্যে বিনা মাস্কেই চলছে বেচাকেনা।


তবে উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। এখানে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই মাস্ক পরেছেন। চিকিত্‍সকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে বেরোনো মাস্ট! কিন্তু তারপরেও অনেক জায়গাতেই ধরা পড়ছে অসচেতনতার ছবি।