কলকাতা: 'কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই..' তা না থাকলেও নতুন বছরে 'মায়াবী চাঁদের রাতে'-র সুরে ভাসছে নেটদুনিয়া। মুক্তির প্রথম সপ্তাহেই এক মিলিয়ন ভিউ ছাড়াল 'বাবা ও বেবি' (Baba o Baby) নতুন গান। বাংলাদেশের সঙ্গীতশিল্পী চমক হাসানের গলায় যীশু সেনগুপ্ত আর সোলাঙ্কি রায়ের প্লেটোনিক প্রেমে মজেছেন দর্শকেরা। 


আগামী ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'বাবা ও বেবি'। এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার পা রাখলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। জুটি বাঁধলেন যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta) সঙ্গে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমি সেন (Reshmi Sen) ও বাংলা ছবির আরও নামী অভিনেতারা। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রযোজনা সংস্থা উইন্ডোজ ((Windows)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার একটি গান। নতুন বছরে 'উইন্ডোজ'-এর প্রথম মুক্তি পাওয়া গান 'এই মায়াবী চাঁদের রাতে'। মুক্তির এক সপ্তাহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে এই গান। ইউটিউবে এই গানের ভিউয়ার্স সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ মিলিয়নের লক্ষ্যমাত্রা। ফেসবুক থেকে ট্যুইটার, ইনস্টাগ্রাম শেয়ারের হিড়িকে দেওয়ালে দেওয়ালে ঘুরছে, 'কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই..' 


আরও পড়ুন: 'এখনও মঞ্চে ওঠার আগে ভয় করে আশাজীর!' গল্প শোনালেন কুমার শানু


এই গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক চমক হাসান। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত-ঈশান। টলিউডে এটাই চমকের প্রথম কাজ। আর প্রথম কাজেই দর্শকদের মন জয় করেছেন সঙ্গীতশিল্পী। আর নতুন জুটি? গাঢ় আকাশরঙা শাড়ি, রুপোলি গয়না আলগা চুলের সাজে স্নিগ্ধতা ঝরে পড়ছিল সোলাঙ্কির। চশমার আড়ালেও যেন কথা বলছিল যীশুর চোখ। গীটারের অনায়াস আঙুল বুনছিল প্রেমের জাল। ৩ মিনিট ২৭ সেকেন্ডের গানেই যেন লেখা প্রেমের আস্ত উপাখ্যান। 


পর্দায় সোলাঙ্কির চরিত্রের নাম বৃষ্টি আর যীশুর রোদ্দুর। তবে এই গল্প কেবল বৃষ্টি আর রোদ্দুরের নয়, গল্প জুড়ে আছে দুই খুদে। কেমন হবে এই অসমবয়সী প্রেমের গল্প? রোদ্দুর বৃষ্টির রসায়নের অপেক্ষায় দর্শক।