সৌমিত্র রায়, কলকাতা : আলো-হীন বেহাল রাস্তা। জমে রয়েছে জল। সেখান দিয়েই ছুটে চলেছে ওভারলোডেড লরি! খাস কলকাতায় (Kolkata) ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘিরে উঠে এল একাধিক প্রশ্ন। একাধিক অভিযোগ সামনে আনলেন স্থানীয়রা। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে খিদিরপুরের (Khidirpore) বাবুবাজারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছিল সারের বস্তা বোঝাই একটি লরি। রাস্তার বাঁপাশে দাড়িয়েছিল ছাইরঙের একটি গাড়ি। ডান দিক দিয়ে ওভারটেক করতে যায়। ডানদিকে উল্টে গেলে গাড়িটি চাপা পড়ে। কাঁটাপুকুর থেকে বাবুবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি।


গাড়িটি লরিকে ওভারটেক করতে গিয়েছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তা বেহাল, আলো নেই। রাস্তায় হয়ে রয়েছে গর্ত, যেখানে জমে রয়েছে জল। পাশাপাশি লরিটি ওভারলডেড (Overloaded Lorry) ছিল বলে অভিযোগ। এই রাস্তায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ স্থানীয়দের। রাস্তার একদিকে লরি দাঁড়িয়ে থাকার জেরে ও এরকম আলোহীন খন্দপথে চলাচলের সময় কার্যত মারণফাঁদ লুকিয়ে থাকে বলেই অভিযোগ স্থানীয়দের (Locals)।


কলকাতায় এদিন প্রবল বর্ষণের জেরে একাধিক জায়গাতেই জল জমে গিয়েছে। যার মধ্যে অন্যতম খিদিপুরের বাবুবাজারের এই রাস্তাটিও। এমনিতেই জম জমে যাওয়ার ফলে খন্দগুলো ঠিক কতটা গভীর সেটা ঠাওর করা অসুবিধাজনক, তারওপর অন্ধকার খারাপ রাস্তার জেরেই ঘটে গেল মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা।


খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায়


ঘটনাস্থল থেকে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে সারবোঝাই উল্টে পড়া লরির নিচে চাপা পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি। ক্রেন এনে সেটিকে লরির নিচে থেকে তোলা হয়। কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়িতে পরিণত হয়। বাইরে থেকে দেখা যায়, গাড়ির মধ্যে কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলে। ১০.০৫ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০.১৫ ক্রেন দিয়ে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দলা পাকিয়ে যাওয়া গাড়িটিকে। এরকম ভয়াবহ দুর্ঘটনা খাস কলকাতায় (Kolkata Accident) শেষ কবে ঘটেছে, তা মনে করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।


আরও পড়ুন- আচমকা ওভারটেক করার চেষ্টা গাড়ির, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় দাবি প্রত্যক্ষদর্শীদের