Tecno Pova Neo 2: আন্তর্জাতিক বাজারের পাশপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন টেকনো পোভা নিও ২ (Tecno Pova Neo 2)। তবে নতুন এই ৪জি ফোন (4G Phone) কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও এই ফোন লঞ্চের কথা নিশ্চিত ভাবে জানিয়েছে টেকনো সংস্থা। পাশাপাশি টেকনো পোভা নিও ২ ফোনের সম্ভাব্য রঙ এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, টেকনো সংস্থার এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। এর পাশাপাশি শোনা যাচ্ছে, টেকনো পোভা নিও ২ ফোনে একটি ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের অংশে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। জনপ্রিয় টিপস্টার পারস গগলানি সম্প্রতি ট্যুইটারে দাবি করেছেন যে টেকনো পোভা নিও ২ ফোন Cyber Blue এবং Uranolith Gray- এই দুই রঙে লঞ্চ হতে পারে। এর সঙ্গে সঙ্গে ওই টিপস্টারের দাবি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে টেকনো পোভা নিও ২ ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। 


টেকনো পোভা নিও ২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে


এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলসের সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। টেকনো পোভা নিও ২ ফোনে একটি ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এই ফোন ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে ঘোষণা করেছে টেকনো সংস্থা। কিন্তু ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিন জানা যায়নি। 


টেকনো পোভা নিও


চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা নিও ফোন। সম্ভবত তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা নিও ২ ফোন। ভারতে টেকনো পোভা নিও ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ফোনের দাম ছিল ১২,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।