সৌমিত্র রায়, কলকাতা: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপরে উল্টে গেল লরি (Khidirpur Road Accident)। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গেল সার বোঝাই লরি। গাড়িতে আটকে ছিলেন বেশ কয়েকজন। কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করে সকলকে (Kolkata News)। গাড়িটির চালকের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 


খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায়, সারবোধীই লরির উল্টে পড়ল গাড়ির উপর


ঘটনাস্থল থেকে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে সারবোঝাই উল্টে পড়া লরির নিচে চাপা পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি। ক্রেন এনে সেটিকে লরির নিচে থেকে তোলা হয়। কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়িতে পরিণত হয়। বাইরে থেকে দেখা যায়, গাড়ির মধ্যে দু'-তিন জন আটকে রয়েছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। 


আরও পড়ুন: Nabanna : পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নজরদারি নবান্নের, পোর্টালে নাম গোপন রেখে করা যাবে অভিযোগ


শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার (Kolkata port Trust) মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।


দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষ জন হুমড়ি খেয়ে পড়েছেন। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলতে দেখা যায়। ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা।


বেহাল রাস্তাই দুর্ঘটনার জন্য দায়ী! নাকি নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার ছিল লরিতে!


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ।