জয়ন্ত রায়, লেকটাউন: দু’দিনের মাথায় ফের লেকটাউন থানা (Laketown Police Station) এলাকায় শ্লীলতাহানির অভিযোগ উঠল। এবার বন্ধুর সামনেই তরুণীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বন্ধুও। গতকাল রাতে দমদম পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। বন্ধুর সঙ্গে নাচের স্কুল থেকে ফিরছিলেন তরুণী।
শ্লীলতাহানির অভিযোগ: খাস কলকাতার অত্যন্ত ব্যস্ত রাস্তা। অন্যতম জনবহুল এলাকা। আর সেই দমদম পার্ক এলাকাতে এবার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ, বাইকে করে যাওয়ার সময় দুই যুবক পথচলতি তরুণীকে কটূক্তি করে। প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তরুণীর শ্লীলতাহানি করে তারা। বন্ধু বাধা দিলে তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তরা। কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। পাশেই দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের অফিস। প্রাণ বাঁচাতে সেখানেই আশ্রয় নেন তরুণ-তরুণী। কাউন্সিলরই লেকটাউন থানায় খবর দেন। রাতে দমদম পার্কের একটি হোটেল থেকে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ।
প্রতিবাদ করতে গেলেই মারধরের অভিযোগ। কোথাও আবার শ্লীলতাহানির মতো ঘটনা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে এই ধরনের ঘটনা। দিন কয়েক আগে লেকটাউনে স্বামীর সামনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হল স্বামীকেই। অভিযোগ, কালীপুজোর বিসর্জনের পর ভিআইপি রোডের সার্ভিস লেন ধরে উল্টোডাঙার দিকে হেঁটে যাচ্ছিলেন দম্পতি। তখনই মহিলাকে কটূক্তি করে পাশে দাঁড়িয়ে থাকা ২ জন যুবক। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় মহিলার স্বামীকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অভিযোগকারিণী বলেন, "আমরা সব ভাষাণ থেকে এসে আমাদের পাড়ার যে মণ্ডপ আছে, সেখানে আমরা বসে আড্ডা মারছিলাম সব ছেলেমেয়েরা এসে। দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর আমার হাজব্যান্ড বাড়ির দিকে যাচ্ছিলাম। কিছু দুষ্কৃতী ওখানে দাঁড়িয়ে ছিল। ২ জন দাঁড়িয়ে ছিল। ওরা অ্যাজ ইফ কানে হেডফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। এদিকে কমেন্ট পাস করছে। মানে আমার বডি কমেন্ট। আমার হাজব্যান্ডের সামনে। মানে সাহস ভাবুন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Chhath Puja 2024: গেটের সামনে বাঁশের ব্যারিকেড, টাঙানো ফ্লেক্স; আজ থেকেই বন্ধ শহরের দুই সরোবর