West Benga lLive Updates: সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার
Kolkata Student Molest: খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল।
ABP Ananda Last Updated: 27 Jun 2025 11:37 PM
প্রেক্ষাপট
কলকাতা: ২০২৪ সালের অগাস্টে সারা রাজ্য, দেশ, বিশ্বকে কাঁপিয়ে দিয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও মৃত্যুর ঘটনা। আর জি করের ঘটনার ঘা এখনও দগদগে। এর মধ্যে...More
কলকাতা: ২০২৪ সালের অগাস্টে সারা রাজ্য, দেশ, বিশ্বকে কাঁপিয়ে দিয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও মৃত্যুর ঘটনা। আর জি করের ঘটনার ঘা এখনও দগদগে। এর মধ্যে শহরে আবারও এক ঘৃণ্য ঘটনার অভিযোগ। খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। অভিযোগকারিণীর অভিযোগ, ২৫ জুন রাত ৭.৩০ থেকে ৮.৫০-এর মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী। পুলিশ সূত্রে খবর, এই গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এরমধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর বাকি দুই জন ওই কলেজেরই পড়ুয়া। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযোগ, মূল অভিযুক্ত ওই কলেজের এক প্রাক্তনীই ধর্ষণের কাণ্ড ঘটান। আর উপস্থিত আরও ২ ছাত্র, নির্যাতিতাকে সাহায্য না করে, মূল অভিযুক্তকেই অপরাধ ঘটাতে সাহায্য করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন অভিযোগকারিণী ছাত্রী। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম । ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স। অভিযুক্ত তিন জনের মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই থানা থেকে বের করে আদালতে পেশ করা হবে ধৃত তিন জনকে। ইতিমধ্যেই ওই ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওইদিন ভর সন্ধেয় প্রাক্তন ছাত্র কলেজে গিয়েছিলেন? কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা? কোথায় ছিলেন প্রিন্সিপাল, ইত্যাদি প্রশ্ন উঠছে। এছাড়াও প্রশ্ন, কী বলে বা বুঝিয়ে ছাত্রীকে নিয়ে গিয়েছিল ওই যুুবকরা। অভিযোগকারিণীর আর্তনাদ বা চিৎকার কেউ শুনতে পায়নি কেন। সেই সময় কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কারা। আর কোনও ছাত্রছাত্রী কি ছিলেন কলেজে? সবটাই খোঁজ করা হচ্ছে। খাস কলকাতায় স্বনামধন্য কলেজের মধ্যের এই ঘটনার অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য। সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার। কসবার কলেজ থেকে ছিড়ে ফেলা হল মমতা-অভিষেকের ফ্লেক্স
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata News: বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা
বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা। তাঁর দাবি, ১২ বছর আগে তাঁকে ধর্ষণ করেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। এমনকী, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন বলেও দাবি তাঁর। নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। কার্তিক মহারাজ জানিয়েছেন, এই বিষয়টি তাঁর লিগাল সেল দেখছে।