কলকাতা: আজ দেশের একাধিক শহরে জ্বালানির দরে (Petrol and Diesel Price Graph) বদল এসেছে। চেন্নাই,  আগ্রা, আমেদাবাদ, আজমির, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়-সহ দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দরে পরিবর্তন এসেছে। পেট্রোল ও ডিজেলের কী দর আজ কলকাতায় ? বাইরে বেরোবার আগে একবার চোখ রাখুন, আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দরে (Petrol and Diesel Rate)।


কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ? 


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।


 আজ জ্বালানির দর বেড়েছে কোন কোন শহরে ?


১২ সেপ্টেম্বর চেন্নাই,  অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়ে পেট্রোল ও ডিজেলের দর বেড়েছে। চেন্নাইয়ে পেট্রোলে ১১ পয়সা বেড়ে ১০২ টাকা ৭৪ পয়সা হয়েছে এবং ৯ পয়সা বেড়ে ৯৪ টাকা ৩৩ পয়সা হয়েছে। অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দর ৮ পয়সা বেড়ে ১১১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দর ৫ পয়সা বেড়ে ৯৯ টাকা ৫৩ পয়সা হয়েছে। বিহারে পেট্রোলে ১৮ পয়সা বেড়ে ১০৯ টাকা ৩৩ পয়সা হয়েছে এবং ১৭ পয়সা বেড়ে ৯৫ টাকা ৯৭ পয়সা হয়েছে।  ছত্তিশগড়ে পেট্রোলে ৪৭ পয়সা বেড়ে ১০৩ টাকা ৫৮ পয়সা হয়েছে এবং ৪৭ পয়সা বেড়ে ৯৬ টাকা ৫৫ পয়সা হয়েছে। 


 আজ জ্বালানির দর কমেছে কোন কোন শহরে ?


১২ সেপ্টেম্বর আগ্রা, আমেদাবাদ, আজমির-সহ একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দর কমেছে। আগ্রা ১২ পয়সা কমে  ৯৬ টাকা ২০ পয়সা এবং ডিজেলের দরে ১২পয়সা কমে ৮৯ টাকা ৩৭ পয়সা হয়েছে।  আমেদাবাদে ৯ পয়সা কমে ৯৬ টাকা ৪২ পয়সা এবং ডিজেলের দরে ৮ পয়সা কমে ৯২ টাকা ১৭ পয়সা হয়েছে। আজমিরে ২৯ পয়সা কমে ১০৮ টাকা ০৭ পয়সা এবং ডিজেলের দরে ২৬ পয়সা কমে ৯৩ টাকা ৩৫ পয়সা হয়েছে।


রান্নার গ্যাসের দর কমলেও পেট্রোল ও ডিজেলে স্বস্তি কবে ?


সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই জ্বালানির দাম কমে আসে রাজ্যে। তবে দেশে রান্নার গ্যাসের দাম কমলেও ,এখনও একাধিক রাজ্যে ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। সঙ্গে রান্নার গ্যাসের দামও আকাশ ছুয়েছে। সবিলিয়ে পকেটে টান মধ্যপিত্তের।উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।


আরও পড়ুন, টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যালের একাধিক ওয়ার্ড, চরম ভোগান্তি রোগী ও পরিবারের


কীভাবে ঘরে বসে পেট্রোল ও ডিজেলের দাম দেখবেন আপনার মোবাইলে ?


উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।