সত্যজিৎ বৈদ্য, কলকাতা : মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি (Car overturned in Maa Flyover)। এজেসি বোস রোডের (AJC Bose Road) ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। সায়েন্স সিটি (Science City) থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল গাড়িটি। বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। কেউ হতাহত না হলেও দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল। 


মঙ্গলবার বিকেল নাগাদ মা উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের (Park Circus) দিকে যাওয়ার সময় মা উড়ালপুলের একটি লেন নেমে যায় পার্ক সার্কাসের দিকে, আর অন্য দিকের লেন দিয়ে সোজা যায় পুলিশ ট্রেনিং স্কুলের দিকে। দ্রুতগতিতে এসে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। যারপর ধাক্কা মেরেই গাড়িটি উল্টে যায় বলে জানান তাঁরা। গাড়িতে চালক ছাড়াও আরও একজন যাত্রী ছিলেন। যদিও তাদের কেউই খুব একটা আহত হননি। গাড়ির দুই যাত্রীকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। 


মা উড়ালপুলের গাড়িটি ডিভাইভারে ধাক্কা মেরে উল্টে যাওয়ার পর দ্রুত সেটিকে সেখান থেকে সরানোর কাজ শুরু হয়। যদিও সেই কাজ সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় লাগে। মাঝে বেশ কিছুটা সময় ধরে মা উড়ালপুলে তৈরি হয়েছিল যানজট।


প্রসঙ্গত, এদিনই মা উড়ালপুলে সেভেন পয়েন্টে কাছে ফের দুর্ঘটনা (Accident) ঘটেছিল । পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে (Private Car) ধাক্কা মারে অপর একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হন ২ জন। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের (Injured) উদ্ধার করে। 


মাত্র কয়েকদিন আগেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা হয় মহানগরে। গত ২৫ তারিখ ঘটনাটি প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরেই ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডি এল খান (DL Khan Road) রোড।  বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার মৃত্যু হয়।


আরও পড়ুন- অ্যাডিনো ঘিরে বাড়ছে আতঙ্ক, রাত থেকে শহরে মৃত্যু ৫ শিশুর, বাদ গেল না ছ’মাস বয়সিও