কলকাতা: সাতসকালে ময়দান (Maidan) এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী কলেজ ছাত্রের। সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে।


মৃত্যু হল এক বাইক আরোহীর: পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না। গাড়ির ধাক্কায় তিনজনই আহত হন। বছর ১৯-এর মহম্মদ ফয়জল আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খিদিরপুরের হরিমোহন ঘোষ কলেজের BA তৃতীয় বর্ষের ছাত্র ফয়জল। বাড়ি গার্ডেনরিচে। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে ধরতে আশপাশের ট্রাফিক গার্ডদের সতর্ক করা হয়। কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে। 


গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। কলকাতায় বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হয় তরুণের। অন্যদিকে, বাঁকুড়ায় বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। চলতি সপ্তাহে কসবায় পথ দুর্ঘটনায় আহত তরুণের রহস্যমৃত্যু। মৃতের নাম বিশাল চৌধুরী। কসবার কানাড়া ব্যাঙ্কের কাছে বাইক দুর্ঘটনায় জখম হন ২০ বছরের তরুণ। হাসপাতাল সূত্রে খবর, সংজ্ঞাহীন অবস্থায় ইমার্জেন্সিতে আনা হলে তাঁর ECG করা হয়। ECG রিপোর্টে কিছুই মেলেনি। সবরকম চেষ্টার পর, ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে বাঁকুড়ার ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: Winter Forecast: শীতের পথে কাঁটা! ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি, হাওয়া বদলের পূর্বাভাস