কলকাতা: পশ্চিমবঙ্গে কোনও জঙ্গি নেই। কেন্দ্রীয় সংস্থাগুলো ইচ্ছে করে কেস সাজাচ্ছে, এমনই গুরুতর অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিকে বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে! বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া,পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া,বাংলাদেশি জঙ্গির ধরা পড়া,পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে। এই প্রেক্ষাপটে কলকাতার মেয়র বলছেন, ''এখানে রাজ্যে এই মুহূর্তে কোনও জঙ্গি নেই। কেন্দ্রীয় সংস্থাগুলো তাঁদের পলিটিক্যাল মাইলেজ বাড়ানোর জন্য ইচ্ছে করে কেস সাজাচ্ছে। আমাদের ওপরে কেস করে ইচ্ছে করে নিজেদের গ্রহণযোগ্যতা নষ্ট করছে। এছাড়া এই এজেন্সিগুলোর যাঁরা অভিভাবক তাঁদের কথা মত এগুলো করে।''
এদিকে ফিরহাদ হাকিমের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, ''উনিই তো সবচেয়ে বড় জঙ্গি। ওঁনার জন্য়ই তো রাজ্যে এত বিভেদ তৈরি হচ্ছে। এঁরাই এখানে অশান্তি তৈরি করছেন। নামের বিভেদ তৈরি হচ্ছে। কাশ্মীর পুলিশ এসে ধরছে। ওখানে কি বিজেপি সরকার রয়েছে? রাজনীতি খোঁজা হচ্ছে কেন তাহলে?''
এদিকে, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি কয়েক মাস ঘাঁটি গেড়েছিল নেপালে, খবর গোয়েন্দা সূত্রের। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্রপাচারে যুক্ত ছিল জাভেদ। ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল জাভেদ, গোয়েন্দা সূত্রে খবর। নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাত জাভেদ। ইউনূস জমানায় ফের পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ। পাক জঙ্গি সংগঠনগুলি এখন ফের বাংলাদেশের পুরনো রুট দিয়ে অস্ত্র ঢোকানোর ছক কষছে। সেকারণেই জাভেদকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, অনুমান গোয়েন্দাদের।
অন্য়দিকে, পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মোক্তার আলম। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয় মোক্তারকে। গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। 'বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দফতর নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল ৫৬ ইঞ্চি ছাতির বড় বড় কথা, কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী করছে বিএসএফ? সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা,' শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।