অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রো (Metro Rail) যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী (Kolkata)। ৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। অবশেষে গঙ্গা নীচ গিয়ে গন্তব্যে পৌঁছনোর শখ পূরণ হতে পারে তিলোত্তমাবাসীর। সঙ্গে থাকতে পারে তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের উপহার।
লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একগুচ্ছ রেল ও মেট্রো প্রকল্পের সূচনা করছে মোদি সরকার। কিছুদিন আগেই পূর্ব রেলের একাধিক স্টেশনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বমানের রেল স্টেশন ছাড়াও, একাধিক আন্ডারপাস ও ফুট ওভার ব্রিজ পেতে চলছে বাংলা।
৬ মার্চ বারাসতের সভা থেকে ৩ টি মেট্রো রুটে পরিষেবার সূচনা করতে পারেন তিনি। এর মধ্যে অন্যতম হল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুট। প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে দেশের প্রথম মেট্রো রুট, যা গেছে গঙ্গার নীচ দিয়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটারের এই রুট নিয়ে উৎসাহের শেষ নেই।
আরও পড়ুন, 'ইন্ডিয়া' জোটকে সন্দেশখালির খোঁচা প্রধানমন্ত্রীর, পাল্টা হুঙ্কার বিরোধীদের
গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ফেব্রুয়ারিতেই এই রুটে ছাড়পত্র দিয়েছেন। দ্বিতীয় যে রুটের সূচনা প্রধানমন্ত্রী করতে পারেন, সেটি হল-তারাতলা থেকে মাঝেরহাট। ২০০৯ থেকে ২০১১ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা হয়। তারপরে দীর্ঘদিন নানান জটে কাজ আটকে ছিল।
এই মেট্রো রুট চালু হলে বেহালা ও তারাতলায় যানজট অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটেরও সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে