অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : 'অফিস-যাত্রী' রুট থেকে 'নিত্য-যাত্রী'দের সফরসঙ্গী হওয়ার পথে পা বাড়াতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (east west metro)। মেট্রো রেলের (metro rail) তরফে ভাবনা, এবার থেকে নর্থ-সাউথ মেট্রো (north-south metro) পরিষেবার মতোই শনিবার ও রবিবারও পরিষেবা (facility on saturday sunday) দেওয়া শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। সোম থেকে শুক্রবারে চেনা সকাল ৮ টা থেকে রাত ৮ টার বদলে বাড়ার সম্ভাবনা সময়েরও। সম্ভবত সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মিলতে চলেছে পরিষেবা। আগামী কয়েকদিনের মধ্যে যাবতীয় বিষয়ে পড়তে চলেছে চূড়ান্ত সিলমোহর।


রেল বোর্ডের চূড়ান্ত ছাড়পত্র পেলেই চলতি মাসেই সম্ভবত চলেছে শিয়ালদা স্টেশন। আপাতত সেক্টর ফাইভ (sector five) থেকে ফুলবাগান (phoolbagan) রুটের বদলে শিয়ালদা (sealdah) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো ছোটা শুরু করলেই একাধিক পদক্ষেপের সংযোজন হতে চলেছে।


কী জানাচ্ছে কলকাতা মেট্রো


কলকাতা মেট্রো সূত্রে খবর, বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮ টা সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত এই পরিষেবা মেলে। শিয়ালদা স্টেশন জুড়লে সকাল ৭টা থেকে রাত ৯ পর্যন্ত মিলতে পারে পরিষেবা। পাশাপাশি শনি ও রবিবার পরিষেবা চালুর ভাবনা চিন্তা করা হচ্ছে। বাড়ানো হতে পারে মেট্রোর সংখ্যাও। শিয়ালদা স্টেশনও আপাতত চালুর অপেক্ষায়। চূড়ান্ত দিনক্ষণ থেকে বাকি একাধিক ভাবনা বাস্তবায়ন আপাতত শুধু শেষমূহূর্তের ছাড়পত্রের অপেক্ষায়।


দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়ায় জোরকদমে কাজ


দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে হাওড়া। গভীরতা ৩৩ মিটার। এর আগে দেশের গভীরতম মেট্রোস্টেশন ছিল দিল্লির হজ খাস। যার গভীরতা ছিল ২৯ মিটার। সেখানে জোরকদমে চলছে কাজ। আপাতত যা তৈরির সময়সীমা দেওয়া হয় ২০২৩ সালের জানুয়ারি (January) পর্যন্ত।


১৯৮৪ সালে দেশে প্রথম মেট্রো চলতে শুরু করে খাস কলকাতায়। প্রথম নদীর নিচে রেলপথও তৈরি হয় কলকাতায়। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মাত্র ২২৫ মিটার গেলেই যাত্রীরা সুড়ঙ্গের ঠিক এই জায়গাতেই ইতিহাসের সাক্ষী হবেন। 


দেখুন ছবিতে- হাওড়ায় জোরকদমে চলছে দেশের গভীরতম মেট্রো স্টেশন তৈরির কাজ