Howrah Metro Station: হাওড়ায় জোরকদমে চলছে দেশের গভীরতম মেট্রো স্টেশন তৈরির কাজ

হাওড়ায় গভীরতম মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে পুরোদমে

1/10
জোরকদমে কাজ চলছে হাওড়া মেট্রো স্টেশন তৈরির কাজ।
2/10
দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন হিসেবে তৈরি হচ্ছে এই স্টেশন, যার গভীরতা ৩৩ মিটার।
3/10
এর আগে দেশের গভীরতম মেট্রো স্টেশন ছিল দিল্লির হজ খাস। গভীরতা ২৯ মিটার।
4/10
স্টেশনের দরজা থেকে সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে পৌঁছতে গেলেই ভাঙতে হবে ২৬৭ টি সিঁড়ি।
5/10
তবে চারতলা স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৫২ টি সিঁড়ির পাশাপাশি তৈরি হচ্ছে ২৬ টি এসকেলেটর এবং ৭ টি লিফট।
6/10
হাওড়া স্টেশন থেকে সুড়ঙ্গ বরাবর ২২৫ মিটার পূর্বে এগোলেই পৌঁছনো যাবে গঙ্গার নিচে। বছরখানেক পরে এই সুড়ঙ্গ ধরেই যাত্রী নিয়ে ছুটে যাবে মেট্রো। দেশের মধ্যে প্রথমবার নদীর নিচ দিয়ে হবে ট্রেন সফর।
7/10
মেট্রো কর্তৃপক্ষের অনুমান, দৈনিক ৬ লক্ষ যাত্রী হতে পারে হাওড়া মেট্রো স্টেশনে। সেটা মাথায় রেখে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
8/10
স্টেশনে তৈরি হচ্ছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। অর্থাৎ ভিড় সামলাতে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালেই দুদিকে খুলে যাবে দরজা।
9/10
চলতি মাসেই চালু হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। তবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ পথ চালু হলে যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন।
10/10
ইতিমধ্যেই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, জানুয়ারি ২০২৩-এর মধ্যে হাওড়া স্টেশন সহ বাকি অংশের কাজ সম্পূর্ণ হবে। ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য
Sponsored Links by Taboola