কলকাতা: কলকাতা মেট্রোর পার্পেল লাইনের (Purple Line Metro Service) যাত্রীদের জন্য সুখবর। আগামীকাল ৫ মে থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। সোম থেকে শুক্রবার পর্যন্তই বাড়তি এই মেট্রোর সুবিধা পাবেন যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২২ মিনিট।
বাড়বে মেট্রো পরিষেবা: মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো রুটে আগামীকাল থেকে বাড়ছে পরিষেবা। আগে যেখানে ১৮টি মেট্রো চলত, আগামীকাল থেকে সেখানে ৪০টি মেট্রো চলবে। যার মধ্যে ২০টি আপ এবং ২০টি ডাউন লাইনে চালানো হবে। ৫০ মিনিটের পরিবর্তে দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২২ মিনিট। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। মূলত সকাল ৮টা বেজে ২৭ মিনিট থেকে বিকেল ৩টে ৪৩ মিনিট পর্যন্ত বাড়তি মেট্রোর সুবিধা পাবেন যাত্রীরা। ফলে ভিড় সামাল দেওয়ায় সহজ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলওয়ে জানিয়েছে, আগের মতো শনিবার ও রবিবার এই রুটে মেট্রো বন্ধ থাকবে।
গত সপ্তাহে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যনেড থেকে শিয়ালদা অংশ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। CRS-এর সঙ্গে ছিলেন নির্মাণকারী KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকরা। রিপোর্ট পেশের পর ইতিবাচক হলেই, চালু হবে পরিষেবা। হাওড়ার সঙ্গে জুড়ে যাবে সেক্টর ফাইভ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। গত রবিবার ওই অংশই পরিদর্শন করেন CRS. খতিয়ে দেখা হয় ট্র্যাক, টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি। বউবাজার দিয়ে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়, কোনও কম্পন অনুভূত হচ্ছে কি না। গতবছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোদির হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। মেট্রো সূত্রে খবর, CRS-এর রিপোর্ট জমা পড়ার পর তা ইতিবাচক হলেই, চালু হবে ১৬.৫৫ কিলোমিটার লম্বা পথের পরিষেবা। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ।