অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করতে বলেছিল মেট্রো রেল (Kolkata Metro)। এনিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার জবাব দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, এটা কোনওভাবে নতুন কিছু নয়। বহুদিন ধরে এনিয়ে আলোচনা হচ্ছে।


স্কাইওয়াক নিয়ে মেট্রো কর্তৃপক্ষের জবাব: গত বছরের ২০ নভেম্বর, এই মর্মে চিঠি দেওয়া হয় পূর্ত দফতরে। সম্প্রতি, মুখ্য়মন্ত্রী সাফ জানিয়ে দেন, মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তন করা হবে না। শুক্রবার এর জবাব দিল মেট্রো রেল। জোকা-ধর্মতলা মেট্রোর কাজ করছে RVNL। মেট্রো কর্তৃপক্ষের দাবি, মেট্রোর সম্প্রসারণের জন্য় ২০২০ সাল থেকে কলকাতা আর্মড পুলিশকে ৩ দফায় চিঠি লেখা হয়। ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি, এ নিয়ে বৈঠক হয় সব পক্ষের সঙ্গে। বডিগার্ড লাইনে ২টো নতুন বিল্ডিং বানিয়ে দেওয়া হবে কথা হয়েছে। এর পাশাপাশি, মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষতিপূরণ হিসাবে ৩ দফায় কলকাতা কর্পোরেশনকে ৬০ কোটি ৬৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছে।                         


২০১৮ সালে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধন হয়। যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কর্মসংস্থানও। এই স্কাইওয়াক ভাঙা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই নবান্ন সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তন করা হবে না। পরিবর্তে, রেলকে তার নিজের জমিতে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়


কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?


'আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আলিপুর বডিগার্ড লাইন্স হেরিটেজ এলাকা, ভাঙতে দেব না। মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্স ভাঙতে বলা হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দ, রাসমণিকে মনে করতে হবে। ম্যাপ নিয়ে বসলে হবে না, এলাকা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিতে হবে। রুট বদলাতে হলে অনেক জায়গা আছে, আমাকে বলুন, আমি দেব। সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু হেরিটেজ ধ্বংস করতে দেব না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Tapas Pal Family: 'মনে হচ্ছে ব্রিটিশ বা বাম আমল ভাল ছিল' শাসকের বিরুদ্ধে মুখ খুলে একঘরে! অভিযোগ তাপস পালের পরিবারের