অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বউবাজারের মেট্রোর কাজের সময় যে দুর্ঘটনা ঘটেছিল। তাতে বহু ক্ষতির সম্মুখীন হয়েছিলেন একাধিক ব্যবসায়ী। এবার বউবাজারের ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRCL)। সূত্রের খবর, আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বাকিদের আর্থিক সাহায্য করা হবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষের আশা, ২০২৪-এর মধ্যেই ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব হবে।
২০১৯-এর ৩১ অগাস্টের পর ২০২২ মাসের ১১ মে মেট্রোর কাজের জন্য চুরমার হয়ে যায় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের বাড়ি। এক মুহূর্তে আচমকা মাথার ছাদ সরে যায়। ধাক্কা লাগে রুটিরুজিতে। নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। প্রথম পর্যায়ে সেই রকমই ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে সোমবার আর্থিক সাহায্য তুলে দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা KMRCL কর্তৃপক্ষ।
নিশ্চিন্ত ব্যবসায়ীরা:
এদিন এই সাহায্য পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত ব্যবসায়ীরা। কয়েকজন বলেন, এই সাহায্য দরকার ছিল। কিছুটা অন্তত সুবিধা হবে। আরও এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, 'আমার তো কর্মচারীরাও আছেন, তাঁদেরও তো দেখতে হবে।'
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর, ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আবেদনের মান্যতা। দোকানের আকার ১০০ স্কোয়ার ফুট বা তার কম হলে ১ লক্ষ টাকা করে সাহায্য করা হচ্ছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) অজয়কুমার নন্দী জানান, এদিন প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়েছে। কয়েকজনের হাতে সাহায্য তুলে দেওয়া হয়েছে। এদিন, ধর্মতলার অফিসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিশাল ক্ষতি হয়েছে, ভরসার জায়গা, কিছুটা টাকা পেল।'
আর কী কী সাহায্য?
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বাকিদের আর্থিক সাহায্য করা হবে। এছাড়া, মাটির পরিস্থিতি খতিয়ে দেখে ও সংশ্লিষ্ট কমিটির সবুজ সঙ্কেত পেলে বেশি ক্ষতিগ্রস্থ বাড়িগুলি ভেঙে নতুন করে তৈরি করে দেওয়া হবে। কম ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সংস্কার করে দেওয়া হবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষের আশা, ২০২৪-এর মধ্যেই ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব হবে।
আরও পড়ুন: মূল অভিযুক্তের জামিন, খবর শুনে আত্মহত্যার চেষ্টা নিহতের স্ত্রীর, দাবি পরিবারের