কলকাতা : ফের সকাল-সকাল মেট্রো যাত্রীদের ভোগান্তির শিকার হতে হল। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় ঘটে বিপত্তি। তার জেরে সকাল ৮টা ১২ মিনিট থেকে রবীন্দ্র সরোবর ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক করে দেওয়া হয়।
টালিগঞ্জ ও ময়দান স্টেশনের মাঝে ব্যাহত হয় পরিষেবা। তারপর দক্ষিণেশ্বর থেকে ময়দান ও নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করলেও, অন্যান্য জায়গায় মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম অসুবিধেয় পড়তে হয় যাত্রীদের । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ ।
ঠিক কী ঘটেছিল ?
সকাল ৭টা ৫০-এর ট্রেন টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।
চরম ভোগান্তি
কলকাতা শহরের অন্যতম লাইফলাইন মেট্রোরেল চলাচল ব্যাহত হওয়ায় চরম অসুবিধেয় পড়েন অনেক পরীক্ষার্থী। কলেজের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা চলছে। সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। কেউ আবার অফিস যেতে নাকাল হন। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে হলুদ ট্যাক্সি। বাসে বাদুড়ঝোলা ভিড়, ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্যান্ডেও লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েন কয়েক হাজার যাত্রী।
কখন ঠিক হয় পরিষেবা?
ঘণ্টা তিনেক পর, সকাল ১১টায়, ফের শুরু হয় মেট্রো পরিষেবা। ঘটনার পরে মেট্রো রেল মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ' প্রথম ট্রেনে আমি এসেছি। সেফটি সিকিউরিটিটা আমাদের কাছে প্রধাণ। আমাদের কাজে দেরি হয়েছে মানছি। কিন্তু যাত্রীদের সুরক্ষার বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ। পুরোটা ভেরিফাই করে করিয়েছি। ফার্স্ট ট্রেন ময়দান থেকে কবি সুভাষ অবধি করেছি। যাত্রী দুর্ভোগের জন্য় ক্ষমাপ্রার্থী। '
মেট্রো রেল চলতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে যায়।