কলকাতা : হাওড়া থেকে এসপ্ল্যানেড যাতায়াত করতে যাঁরা মেট্রো রেলের উপর ভরসা করেন, তাঁদের জন্য দুশ্চিন্তার খবর। শনিবার থেকেই বদলে যাচ্ছে মেট্রোরেলের সময়সূচি। সেই সঙ্গে কমছে মেট্রো রেলের সংখ্যা। বড় পরিবর্তন আসতে চলেছে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন চলাচলের সূচিতে।


মেট্রোরেল সূত্রে খবর,  এখন থেকে গ্রিন লাইন ২ -র  ওয়েস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। তবে শুধু  সপ্তাহের কাজের দিনগুলিতেই এই পরিবর্তন প্রযোজ্য হবে।  গ্রিন লাইন ২-তে ওয়েস্ট বাউন্ড লাইনে দিনের সবথেকে ব্যস্ত সময়টুকুতেই  ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট পরপর পাওয়া যাবে পরিষেবা।  বাকি সময় ওয়েস্ট বাউন্ড টানেলে ট্রেন চলবে না। 


অন্যদিকে গ্রিন লাইন ২-এর ইস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের পরিষেবায়  কোনও পরিবর্তন আনা হয়নি। তবে দিনের ব্যস্ততম সময়ে অর্থাৎ পিক আওয়ারে  হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে ২০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। বাকি সময় এই চ্যানেলে ২৪ মিনিট অন্তর চলবে মেট্রো। 


সকাল ৬ টা ৫৫ য় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া থেকে, যাবে এসপ্ল্যানেড পর্যন্ত। সকাল ৭ টা ১২ মিনিটে প্রথম ট্রেনটি এসপ্ল্যানেড থেকে হাওড়া ফিরবে। অফিস টাইমে ভিড় সামাল দিতে ওয়েস্ট বাউন্ড চ্যানেলে সকাল ৯ টা ৮ মিনিটে হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি প্রথম মেট্রোটি ছাড়বে। আর মহাকরণ থেকে হাওড়া ওয়েস্ট বাউন্ড চ্যানেলে  প্রথম সার্ভিস ৯ টা ২০ মিনিটে।  


আবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ মেট্রো পাবেন রাত ৯ টা ৪৬ মিনিটে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া শেষ মেট্রে ৯ টা ৫৮ মিনিটে। ওয়েস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী শেষ পরিষেবা পাওয়া যাবে সন্ধে ৭ টা ৫৮ মিনিটে। আবার রাত ৮ টা ৮ মিনিটে মহাকরণ থেকে হাওড়া আসবে শেষ ট্রেন। 


রেলওয়ে সূত্রের খবর সোম থেকে শনি মেট্রোর সংখ্যা কমানো হলেও রবিবারের পরিষেবায় কোনও বদল আসছে না।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।