কলকাতা: ৩ মেট্রো লাইন জুড়ে যেতেই ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। ইয়েলো-অরেঞ্জ-গ্রিন-ব্লু লাইনে প্রথম ও শেষ মেট্রো কটায় ? কবে বন্ধ পরিষেবা ? এনিয়ে বিস্তারিত জানিয়ে এবার পোস্ট করল কলকাতা মেট্রো। দেখুন একনজরে।

আরও পড়ুন, খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরতে চান ? মেট্রো পরিষেবা কেমন থাকবে ?

ব্লু লাইন ( সোমবার - শুক্রবার) প্রথম পরিষেবা শেষ পরিষেবা
নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম  ৬ টা ৫০ মিনিট --
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর ৬ টা ৫৪ মিনিট ২১ টা ৩৪ মিনিট
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম ৬ টা ৫৫ মিনিট  ২১ টা ২৮ মিনিট
মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর ৬ টা ৫৫ মিনিট -- 
শহিদ ক্ষুদিরাম-দমদম -- ২১ টা ৪৪ মিনিট

*** ব্লু লাইনে শনি ও রবিবার নিয়মে কোনও পরবর্তন হচ্ছে না।

 

গ্রিন লাইন ( সোমবার - শুক্রবার) প্রথম পরিষেবা   
হাওড়া ময়দান  (৬ টা ৩০ মিনিট)   সল্টলেক সেক্টর ফাইভ ( ৬ টা ৩২ মিনিট)
  শেষ পরিষেবা  
হাওড়া ময়দান  (২১ টা ৪৫ মিনিট)   সল্টলেক সেক্টর ফাইভ ( ২১ টা ৪৭ মিনিট)

 

গ্রিন লাইন ( রবিবার ) প্রথম পরিষেবা   
হাওড়া ময়দান ( ৯ টা )   সল্টলেক সেক্টর ফাইভ (৯ টা ২ মিনিট)
  শেষ পরিষেবা  
হাওড়া ময়দান ( ৯ টা ৪৫ মিনিট)   সল্টলেক সেক্টর ফাইভ ( ৯ টা ৪৭ মিনিট)

 

অরেঞ্জ লাইন (সোমবার-শুক্রবার) প্রথম পরিষেবা   
কবি সুভাষ (৮ টা)   বেলেঘাটা (৮ টা)
  শেষ পরিষেবা  
কবি সুভাষ (২০ টা ৫ মিনিট)   বেলেঘাটা (২০ টা ৫ মিনিট)

*** অরেঞ্জ লাইনে শনি ও রবিবার কোনও পরিষেবা থাকবে না।

 

ইয়েলো লাইন (সোমবার-শুক্রবার) প্রথম পরিষেবা   
নোয়াপাড়া (৭ টা ৫৮ মিনিট)   জয় হিন্দ বিমানবন্দর (৭ টা ৫৮ মিনিট)
  শেষ পরিষেবা  
নোয়াপাড়া (২০ টা)   জয় হিন্দ বিমানবন্দর (২০টা)

*** ইয়েলো লাইনে শনি ও রবিবার কোনও পরিষেবা থাকবে না।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর লাইনে বাড়ছে ১১ জোড়া অতিরিক্ত ট্রেন। কাজের দিনে ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বেড়ে হচ্ছে ২৮৪ । ৩ সম্প্রসারিত লাইন যুক্ত হওয়ায় বাড়ছে যাত্রী চাপ । যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত মেট্রোর সিদ্ধান্ত, খবর মেট্রো রেল সূত্রে। উল্লেখ্য, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত কলকাতার বিমানবন্দরও। এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে সুবিধা হবে যাত্রীদের। এর পাশাপাশি মেট্রো পথে যুক্ত হয়েছে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই।