Kolkata Metro Service Disrupted : মেট্রো-বিভ্রাটে সমস্যায় কয়েক হাজার যাত্রী, ট্রামে-বাসে-অটোয় বাদুড়ঝোলা ভিড়

Kolkata : টালিগঞ্জ থেকে রাসবিহারীর অটো ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হয় বলে দাবি। অ্যাপ ক্যাব থেকে হলুদ ট্যাক্সিতে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে।

Continues below advertisement

সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শনিবার সকালে ৮টা থেকে ১১ টা, অফিস টাইমে ৩ ঘণ্টা মেট্রো চলাচল ব্যাহত হয়। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। চরম সমস্য়ায় পড়তে হয় পরীক্ষার্থীদের। বাস-ট্রামে বাদুড় ঝোলা ভিড়। অটোস্ট্য়ান্ডে লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকে হলুদ ট্যাক্সি। অ্যাপ ক্যাব (App Cab) পেতে কালঘাম ছোটে যাত্রীদের। 

Continues below advertisement

অফিস টাইমে মেট্রোয় যান্ত্রিক গোলযোগে ৩ ঘণ্টা বন্ধ রইল পরিষেবা। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েন কয়েক হাজার যাত্রী। মেট্রো স্টেশনগুলির সামনে থিকথিকে ভিড়। বাসে বাদুড়ঝোলা অবস্থা। ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্য়ান্ডে দীর্ঘ লাইন। সেই সুযোগে ট্য়াক্সির ভাড়া আকাশ-ছোঁয়া। 

কেউ অফিস যাচ্ছিলেন, কারও বা পরীক্ষা ছিল। তার মধ্য়েই মারাত্মক দুর্ভোগ। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হয় বলে দাবি। তবে বেলা গড়াতে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনের (Kalighat Metro Station) কাছে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। সকাল ৭টা ৫০-এর ট্রেনটি টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর, থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। তার জেরে, সকাল ৮ টা ১২ মিনিটে, রবীন্দ্র সরোবর ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। 

যার ফলে, টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন, আপ ও ডাউন দুদিকেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। এদিন, দুর্ভোগের জেরে, টালিগঞ্জ (Tollygung) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকলেও, দক্ষিণেশ্বর থেকে ময়দান ও নিউগড়িয়া থেকে টালিগঞ্জ ট্রেন পরিষেবা সচল ছিল।                                             

আরও পড়ুন- ‘মধ্যরাতে কী হয় দেখুন’, ফের চ্যালেঞ্জ রাজ্যপালের, ‘ভ্যাম্পায়ার হইতে সাবধান’, কটাক্ষ ব্রাত্যের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola