কলকাতা: কাজের দিনে সাতসকালে মেট্রো-বিভ্রাট। ময়দান ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ধীরগতিতে।


সকালে টানেল ও প্ল্যাটফর্মে অধিকাংশ এলাকায় আলোও জ্বলছিল না। কাজ করছিল না স্টেশনের ডিসপ্লে বোর্ড। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ময়দান স্টেশনে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে এই সমস্যা। 


সাম্প্রতিক সময়ে মেট্রো সমস্যা- 


কিছুদিন আগেও মেট্রো-বিভ্রাটে ভোগান্তির শিকার হয়েছিল যাত্রীরা । ভোগান্তির শিকার যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে।  এর ফলে সকাল সাড়ে ১১টা থেকে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। ৪৮ মিনিট পর, বেলা ১২টা ১৮ মিনিটে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট বলে  জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।                                                                                                


মেট্রো সংক্রান্ত অন্যান্য খবর- 


নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত অংশে শনিবার ফের ট্রায়াল রান হল। এই অংশে কোথায় এবং কী ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখতেই ট্রায়াল রান করা হয়েছে। দ্রুত পরিষেবা চালু করা যাবে বলে আশা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।    


ইতিমধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে মেট্রো চলাচল করছে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন। এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৩৯ কিলোমিটার অংশের মেট্রোর সম্প্রসারণের কাজও শেষ হয়েছে।                                                                 


 


আরও পড়ুন, বঙ্গোপসাগরেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় রেমাল কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে