অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোয় সারারাত পরিষেবা দিয়েছে মেট্রো। মেট্রোরেলের ভরসাতেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ, হাওড়া থেকে শিয়ালদা চষে বেড়িয়েছে মানুষ। এবার আগামীকাল, রবিবারও রাতে বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। উপলক্ষ্য কার্নিভাল। আগামীকাল, ৫ অক্টোবর, কার্নিভাল করে প্রতিমা নিরঞ্জন হবে। রাজ্য সরকার আয়োজিত এই উৎসবে যোগ দেবেন বহু মানুষ। রাত অবধি চলে এই অনুষ্ঠান। একে একে রেড রোড ধরে বর্ণাঢ্য অনুষ্ঠান করতে করতে আসে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। তা দেখতে জড়ো হন বহু মানুষ। এবার তাঁদের বাড়ি ফেরার কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল  মেট্রোরেল। রবিবারও অনেক রাত পর্যন্ত মিলবে ট্রেন। 

দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে রাতে ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর, ২০ মিনিট অন্তর মিলবে এই পরিষেবা।

  • ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিট, রাত ১০টা ২৩ মিনিট এবং রাত ১০টা ৪৩ মিনিটে।          
  • দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৩ মিনিট , রাত ১০টা ১৩ মিনিট এবং রাত ১০টা ৩৩ মিনিটে।
  • গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট  এবং রাত ১১টায়। 
  • একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো  রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট  এবং রাত ১১টায় ছাড়বে।                  এর ফলে বহু মানুষই নিশ্চিন্তে মেট্রো রুট ব্যবহার করে বাড়ি ফরতে পারবেন।  রবিবার রেড রোডে অনুষ্ঠিত হবে এবারের পুজো কার্নিভাল।  সেখানে অংশগ্রহণ করবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। কলকাতার বড় পুজোগুলি তো বটেই, রাজ্যের  অন্য জেলারও  বড় শহরে বাছাই করা বড় পুজো কমিটিগুলির প্রতিমা দর্শনের সুযোগ মেলে এই কার্নিভালে। দেশ-বিদেশের অতিথিরা এবারও সমবেত হবেন রেড রোডের কার্নিভালে। তাই তাদের যাতায়াতের বিষয়টিও মাথায় রাখা জরুরি। রবিবার দুপুর ২টো থেকে শুরু হবে দুর্গাপুজো কার্নিভাল। তাই দুপুর ১২টা থেকে বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।