অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল হল আজ (Kolkata Metro Services)। এর জন্য নোয়াপাড়া থেকে আনা হয়েছিল নন এসি রেক। ট্রায়ালে সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের আশা, এ বছরের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু করে দেওয়া যাবে (New Garia to Ruby Metro)।  


ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চালানোর আশা


গত ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রান হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো রুটে।  শনিবার ট্রায়াল রান হল নিউ গড়িয়া-রুবি মেট্রোর। নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রো প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলবে।  শনিবার তারই ট্রায়াল হল। এর জন্য নোয়াপাড়া কারশেড থেকে নিয়ে আসা হয় নন এসি রেক। সেই রেক দিয়েই হয় ট্রায়াল। সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার।   


মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি স্টেশন থাকছে।  দূরত্ব ৫.৪ কিলোমিটার।   এই ট্রায়াল রিপোর্ট এবার পাঠানো হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। কমিশনার অফ রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে।  তারপরই এই অংশে চালু হবে মেট্রো পরিষেবা।



আরও পড়ুন: Bus Problem : দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি, পুজোর আগে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত


কর্তৃপক্ষের আশা, এ বছরের মধ্যেই চালু করা যাবে নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রথম ধাপে ট্রেন চলাচল।  মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালু করা যায় কি না দেখছি আমরা।" মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ বলেন, "ট্রায়ালে দেখে নিলাম। যত তাড়াতাড়ি পারব পরিষেবা চালু করব।"


নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু হয়েছে ইতিমধ্যেই। এর পর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দু’টি মেট্রো রুট যোগ হবে নিউ গড়িয়ায়। ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন। 


নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন!


তবে মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া- রুবি রুটে এখনও সিগন্যালিং ব্যবস্থা নেই। তাই একটি মেট্রো পুরো যাত্রাপথ শেষ করলে তারপর পরের মেট্রোটি ছাড়বে। এই পদ্ধতিতেই আপাতত এই রুটে মেট্রো চালানো হবে।